ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

এবার ওটিটিতে দেখা যাবে অক্ষয়ের ‘ওহ মাই গড-২’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০৩ অক্টোবর ২০২৩

বলিউড সুপার স্টার অক্ষয় কুমারের ‘ওহ মাই গড-২’ সিনেমাটি প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে। এটি চলতি বছরের অন্যতম সফল বলিউড সিনেমা। শিগগির ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাবে এটি।

অমিত রাইয়ের লেখা ও পরিচালনায় নির্মিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠী, ইয়ামি গৌতমকে। পঙ্কজ এ সিনেমায় একজন শিবভক্ত যার নাম কান্তি শরণ মুদগল এবং অক্ষয় কুমার ঈশ্বরের দূত।

আরও পড়ুন: ‘ওহ মাই গড’ সিনেমার জন্য পারিশ্রমিক নেননি অক্ষয়

‘কেপ অফ গুড ফিল্মস’ ও ‘ওয়াকাও ফিল্মস’-এর প্রযোজনায় এ সিনেমা টিনএজারদের একাধিক সমস্যার কথা তুলে ধরে এবং যৌনশিক্ষা যে কতটা জরুরি সেই প্রসঙ্গে বিশেষ বার্তা দেয়। ‘ভায়াকম ১৮’ নিবেদিত এ সিনেমায় অভিনয় করেছেন পবন মলহোত্রও।

২০১২ সালে মুক্তি পাওয়া ‘ওএমজি- ওহ মাই গড’ সিনেমার সিক্যুয়েল হিসেবে তৈরি হয়েছে এ সিনেমা। চলতি বছরের ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ওহ মাই গড-২’ । ‘এ’ ছাড়পত্র পাওয়া এ সিনেমা বক্স অফিসে ১৩৫ কোটির ব্যবসা করেছে। সম্প্রতি তাদের ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডলে এ সিনেমার ডিজিটাল মুক্তির তারিখ জানিয়েছে নেটফ্লিক্স।

রবিবার (৮ অক্টোবর) থেকে নেটফ্লিক্সে দেখা যাবে ‘ওহ মাই গড-২’। নেটফ্লিক্সের অফিশিয়াল হ্যান্ডলে লেখা হয় যে ‘ওএমজি-২ নেটফ্লিক্সে পৌঁছাচ্ছে ৮ অক্টোবর।’

আরও পড়ুন: ২০ বছর পর নতুন সিনেমায় অক্ষয়-রবিনা ট্যান্ডন

সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির আগে পঙ্কজ ত্রিপাঠী বলেছিলেন যে এ সিনেমা মনোরঞ্জনের সঙ্গে সঙ্গে এক বিশেষ সামাজিক বার্তাও দেবে। কিথু বদলের সঙ্গে সিনেমাটিকে ‘এ’ ছাড়পত্র দেওয়া হয় সেন্সর বোর্ডের পক্ষ থেকে। তবে পরিচালক অমিত রাই জানিয়েছিলেন যে ওটিটিতে এ সিনেমা কোনো ধরনের পরিবর্তন ছাড়াই মুক্তি পাবে। দর্শক প্রেক্ষাগৃহে এ সিনেমা ভীষণ উৎসাহ নিয়ে দেখেছেন এবং এর ভূয়সী প্রশংসা করেছেন।

এমএমএফ/এমএস