ওটিটিতে থাকছে ‘জওয়ান’ সিনেমার আসল চমক
বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ‘জওয়ান’ সিনেমা দিয়ে কিং খানের বাদশাহি কারবার চলছে। বড়পর্দার পাশাপাশি সিনেমাটি ওটিটিতেও আসছে। এরই মধ্যে পাওয়া খবর অনুযায়ী, ‘জওয়ান’ সিনেমার ওটিটি ভার্সনে থাকবে একাধিক অদেখা দৃশ্য, যা বড়পর্দায় দর্শক দেখেননি।
অনেকেই মনে করছেন, তাহলে ওটিটিতে থাকছে ‘জওয়ান’ সিনেমার আসল চমক। সিনেমাটি ওটিটিতে আরও আকর্ষণীয় করার জন্য এখন পুরোদমে কাজ চলছে।
জানা গেছে, প্রেক্ষাগৃহে যে সংস্করণ মুক্তি পেয়েছে সেখানে একাধিক অ্যাকশন দৃশ্য, একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্য, ইচ্ছাকৃতভাবেই কেটে ফেলা হয়েছে যাতে মোটামুটি একটা দৈর্ঘ্য বজায় রাখা যায়। তবে এসব বাদ দেওয়া দৃশ্য ‘জওয়ান’ সিনেমার ওটিটিতে দেখা যাবে। যেসব দৃশ্য শাহরুখ ভক্তদের মাঝে চমক সৃষ্টি করবে।
সিনেমার পরিচালক অ্যাটলি, নিজেই এ কাজে ব্যস্ত রয়েছেন। সম্পূর্ণ নতুন ‘ডিরেক্টর্স কাট’ তৈরি করতে ব্যস্ত তিনি। সিনেমার এমন সংস্করণ কেবলমাত্র ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সেই দেখতে পাওয়া যবে। দর্শকদের এ সিনেমার অভিজ্ঞতা আরও রোমহর্ষক ও দুর্দান্ত করার জন্যই এ উদ্যোগ নির্মাতাদের।
‘জওয়ান’ ওটিটি প্ল্যাটফর্মে এসে পৌঁছলে তার দীর্ঘায়িত ‘রান টাইম’ গিয়ে দাঁড়াতে পারে ৩ ঘণ্টা ৫ মিনিটে যা এমনিতে প্রেক্ষাগৃহে ২ ঘণ্টা ৪৫ মিনিট।
ওটিটিতে কবে এ সিনেমা মুক্তি পাবে তার এখনো নিশ্চিত তারিখ জানা যায়নি। এ মুহূর্তে প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে ‘জওয়ান’। ফলে এখন-ই ওটিটিতে যে এ সিনেমা মুক্তি পাবে তা বলা যাচ্ছে না। শোনা যাচ্ছে ট্রেন্ড দেখে ওটিটি-তে মুক্তির তারিখ মাস দুয়েক পিছিয়ে দেওয়া হতে পারে।
এমএমএফ/এএসএম