ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

এ আর রহমানের অনুষ্ঠানে শ্লীলতাহানির অভিযোগ

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০০ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৩

ভারতের অস্কার বিজয়ী সংগীতশিল্পী এ আর রহমানের রোববার (১০ সেপ্টেম্বর) চেন্নাইয়ে একটি অনুষ্ঠান ছিল। সন্ধ্যা নামার পর থেকেই অনুষ্ঠানস্থলে ব্যাপক ভিড় দেখা দেয়। মূল চেন্নাই শহর থেকে একটু দূরে আদিত্যরাম প্যালেসে আয়োজিত অনুষ্ঠানটিতে প্রায় ৫০ হাজার লোকের বসার ব্যবস্থা ছিল।

তবে অস্কারজয়ী সুরকারের অনুষ্ঠান দেখতে ভিড় বাড়তে থাকে। আসন সংখ্যার চেয়েও বেশি মানুষের জমায়েতের কারণে শুরু হয় ধাক্কাধাক্কি। বেশ কয়েকজনের পদপিষ্ট হওয়ার খবরও শোনা যায়।

শিশুরা ভিড়ের কারণে বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারের থেকে। বিশৃঙ্খলার সুযোগে নারীদের শ্লীলতাহানির ঘটনার অভিযোগ ওঠে। অগ্রিম টিকিট কেটে ঢুকতে পারেননি অসংখ্য অনুরাগী।

অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল আগস্টের ১২ তারিখে। তবে খারাপ আবহওয়ার কারণে সেই শো বাতিল করা হয়। সেই সময় এ আর সমাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘খারাপ আবহাওয়ার কারণে অনুরাগীদের সুরক্ষার কথা ভেবে এই শো বাতিল করা হচ্ছে। পরবর্তী শোয়ের দিনক্ষণ শিগগিরই জানানো হবে।’

সে অনুসারে অনুষ্ঠানের দিন পিছিয়ে দেওয়া হয়। কিন্তু এ আর রহমানের অনুষ্ঠানের দিন দেখা গেল ব্যাপক গোলযোগ। ২০০০ রুপি দিয়েও ঢুকতে পারেননি অগণিত দর্শক। এর জন্য সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন তার অনুরাগীরা। দায়ী করেছেন অনুষ্ঠানের উদ্যোক্তাদের। কেউ কেউ এ আর রহমানের উপর ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে এক ব্যক্তি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘আজ আমার মধ্যেকার ৩০ বছরের ভক্তের মৃত্যু হলো। মঞ্চে দাঁড়িয়ে সামনে কী ঘটছে, তার কিছুই দেখতে পাননি শিল্পী!’

অন্য একজন লেখেন, ‘ভীষণ খারাপ ব্যবস্থাপনা।পুরো টাকাটাই জলে গেল। এনার্জি নষ্ট হল। এখানে গিয়ে রীতিমতো চিন্তিত হয়ে পড়েছিলাম, চারদিকে এত ধাক্কাধাক্কি চলছিল, একটা গানো শুনতে পাইনি।’

যদিও রবিবার সন্ধ্যায় তার অনুষ্ঠানে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে এখনো এ আর রহমান মুখ খোলেননি। জানা গেছে, অনেক মিডিয়ার পক্ষ থেকে তার সঙ্গ এ বিষয়ে যোগাযোগ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এমএমএফ/জেআইএম

আরও পড়ুন