মুক্তির ২৪ দিনে ‘পাঠান’কে ছাড়িয়ে ৫০০ কোটির ক্লাবে ‘গদর-২’
ব্যর্থতার পর অভিনয় থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন বলিউড তারকা সানি দেওল। কিন্তু চলতি বছর আবার আপন ভুবনে ফিরে এসেছেন তিনি।
ফিরেই চমক লাগিয়ে দিলেন ‘গদর-২’ সিনেমা দিয়ে। উল্লেখযোগ্য সাফল্যের মুখ দেখলেন ধর্মেন্দ্র পু্ত্র সানি দেওল। শুধু তা-ই নয় পাল্লা দিলেন ‘পাঠান’, ‘বাহুবলী’ সিনেমার সঙ্গে।
একটি রিপোর্ট থেকে জানা যায়, হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে দ্রুত ৫০০ কোটির নজির গড়ল এ সিনেমা। মাত্র ২৪ দিনেই কাঁপিয়ে দিল সানির সিনেমা। এখন সিনেমার সাফল্যে ভাসছেন এর নায়ক-নায়িকারা। তবে সবচেয়ে বেশি যার জয়জয়কার, তিনি হলেন সানি দেওল।
আরও পড়ুন: বাংলাদেশে ‘জওয়ান’ সিনেমার অগ্রিম বুকিং শুরু বুধবার
পরিসংখ্যান থেকে জানা যায়, মুক্তির পর ২৪তম দিনে ‘গদর-২’ ভারতের বাজারে ব্যবসা করেছে ৮.৫০ কোটি রুপির। প্রথম সপ্তাহে এ সিনেমার আয় ছিল ২৮৪.৬৩ কোটি। দ্বিতীয় সপ্তাহ একটু পড়তির দিকে থাকলেও আয় হয়েছিল ১৩৪.৪৭ কোটি রুপি।
তৃতীয় সপ্তাহে আয় করেছে ৬৩.৩৫ কোটি রুপি। এর সঙ্গে শেষ রবিবারের আয় যোগ করলে দাঁড়ায় ৫০১.৮৭ কোটি। সাকুল্যে ২৪ দিন সময় লেগেছে সানির সিনেমাকে ৫০০ কোটি ছুঁতে। নতুন দৃষ্টান্ত গড়েছে এ সিনেমার ব্যবসা। এর আগে এ সংখ্যা পার করতে ‘পাঠান’সিনেমার সময় লেগেছিল ২৮ দিন। তার কিছুকটা পিছনে আছে ‘বাহুবলী-২’। ৩১ দিনে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছিল রাজামৌলীর মেগাসিনেমা।
আরও পড়ুন: ‘জওয়ান’ সিনেমার পরিচালককে করণী সেনার হুঁশিয়ারি
ভারতে সর্বোচ্চ আয় করা হিন্দি সিনেমার তালিকায় রয়েছে ৩ নম্বরে রয়েছে ‘গদর-২’। পয়লা নম্বরে রয়েছে শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’। যেটি ভারতে আয় করেছিল ৫৪০ কোটি। তারপরই আছে ‘বাহুবলী-২’। যার হিন্দি সংস্করণ ভারতে আয় করেছিল ৫১১ কোটি রুপি। এরপরই রয়েছে সানির ‘গদর-২’। এখন পর্যন্ত আয় ৫০১.৮৭ কোটি রুপি। সিনেমা বিশেষজ্ঞদের মতে খুব শিগগির এ সিনেমা ৬৫০ কোটি রুপি ছাড়াবে।
এখন দেখার বিষয়টি শাহরুখের সঙ্গে পাল্লা দিয়ে এ নম্বর স্থানে যেতে পারেন কি না সানি!
এমএমএফ/এএসএম