অস্কারজয়ীদের শুভেচ্ছা জানিয়ে যা বললেন শাহরুখ
ভারতের শোবিজের জন্য ১৩ মার্চ ছিল গর্ব ও উদযাপনের দিন। এদিন ভারতের মুকুটে যুক্ত হয়েছে অস্কারের জোড়া পালক। প্রথমত, ‘আর আর আর’ সিনেমার হাত ধরে আবারও বিশ্বের বুকে গর্বিত হলো ভারত।
‘গোল্ডেন গ্লোব’ পাওয়ার পর এবার ‘৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’-এরমঞ্চে ‘বেস্ট অরিজিন্যাল ‘সং’ বিভাগে সেরার শিরোপা পেয়েছে ‘নাটু নাটু’। দ্বিতীয়ত, সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম বিভাগে সেরার শিরোপা জিতল তামিল ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।
আরও পড়ুন: অস্কারের ৯৫তম আসরে পুরস্কার পেলেন যারা
‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর পরিচালক কার্তিকি গঞ্জালভেস। ডকুমেন্টারি শর্ট ফিল্মটির প্রযোজনা করেছেন গুণীত মোঙ্গা। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে গরবের আলোয় ভারতের ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।
আরও পড়ুন: অস্কারজয়ীদের নরেন্দ্র মোদীর অভিনন্দন
আর এরপরই শুরু হয় প্রশংসার বন্য়া। এবার শাহরুখ খান, টুইট করে শুভেচ্ছা জানালেন এই দুই সিনেমার সংশ্লিষ্ট সবাইকে। টুইটে তিনি লেখেন, ‘সত্যিই এই পুরস্কার অনুপ্রেরণার’।
শুধু বলিউড বাদশা শাহরুখই নন এই দুই সিনেমার সংশ্লিষ্ট প্রত্যেককে শুভেচ্ছা জানাতে ভোলেনি টালিউডের সেলিব্রিটিরাও।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জোড়া অস্কার জয় নিয়ে বলছেন, ‘দীর্ঘদিন পরে জোড়া অস্কার এলো ভারতে। এটা উৎসব করার সময়, উদযাপনের সময়। এর আগেও অস্কার এসেছে ভারতে। ভারতীয় সিনেমার জন্য আজকের দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ। যারা অস্কার জিতলেন, তাদের আমার পক্ষ থেকে থেকে আন্তরিক শুভেচ্ছা।
আরও পড়ুন: অস্কারজয়ী ভারতীয় গীতিকার সম্পর্কে জেনে নিন
অন্যদিকে ‘ঋতুপর্ণা সেনগুপ্ত বলছেন, ‘আমি ভীষণভাবে গর্বিত আর আনন্দিত। যে সম্মানকে সর্বোচ্চ হিসেবে ভাবা হয়, সেই সম্মান পেয়েছে ভারতীয় ছবি আর স্বল্পদৈর্ঘের ছবি। এই ফিল্ম ইন্ডাস্ট্রির আমরা যারা সহযোদ্ধা, তাদের কাছে এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে? বিশেষ করে বলব, এক অনাথ হস্তিশাবক রঘুকে নিয়ে কার্তিকি গনসালভেস পরিচালিত ছবি ‘দ্য এলিফেন্ট হুইস্পারার্স’-এর অস্কারজয় এটা একটা নজির হয়ে রইল।‘
‘ঋতুপর্ণা সেনগুপ্ত আরও বলেন, ‘ওকে আমার অনেক শুভেচ্ছা, ‘ভালোবাসা। এই ধরনের কাজ যে অস্কারের মঞ্চে সমাদৃত হলো এটাই দারুণ ব্যাপার। নাটু নাটুর পুরস্কার জয়ও আমাদের কাছে সম্মানের। ভারতীয় সিনেমার মান বৃদ্ধি করার জন্য ধন্যবাদ।’
এমএমএফ/জেআইএম