শ্যাম বেনেগালের অসুস্থতার খবর গুজব বললেন তার মেয়ে
বলিউডের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল গুরুতর অসুস্থ- এই খবর প্রকাশিত হলে তার তার মেয়ে পিয়া বেনেগাল তা গুজব বলে অস্বীকার করেছেন। প্রকাশিত খবরে বলা হয়, ‘তিনি কিডনির অসুখে ভুগছেন। অসুস্থতার কারণে শয্যাশায়ী ৮৮ বছরের বর্ষীয়ান এ নির্মাতা পরিচালক। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতিও নেই। তাই বাড়িতেই চিকিৎসা চলছে ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ পরিচালকের।’ এই খবর শুনে প্রিয়া বেনেগাল আরও বলেন, ‘এই খবর নিয়ে কেউ গুজব রটাবেন না। এটি সম্পূর্ণ ভুয়া খবর।’
বাবার অসুস্থতা নিয়ে প্রশ্ন করা হলে পিয়া বলেন, ‘চিকিৎসকরা বাড়িতে আসছেন! বাড়িতে তার ডায়ালিসিস চলছে! বাবা এতটাই অসুস্থ যে বাড়ি থেকে বেরোতে পারছেন না! এগুলো সব ভুয়া খবর।’ অনুরাগীদের প্রতি পিয়ার অনুরোধ, ‘গুজবে কান দেবেন না, দিন কয়েকের মধ্যেই উনি একদম সুস্থ হয়ে উঠবেন।’ বর্ষীয়ান পরিচালক যদি সুস্থই থাকেন, তবে অফিসে কেন দেখা যাচ্ছে না তাকে? প্রশ্নের উত্তরে পিয়া বলেন, ‘বছর বয়স হয়েছে তার। এই বয়সে যতটা ঠিক থাকা যায়, রয়েছেন। এটা তো তার বিশ্রামের বয়স, তাই না?’
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন নিয়ে সিনেমা নির্মাণ করছেন শ্যাম বেনেগাল। এ সিনেমার নাম, ‘মুজিব: দ্য মেকিং অফ এ নেশন’। এই সিনেমার কাজেই গত কয়েক দিন ধরে ব্যস্ত ছিলেন তিনি।
বর্তমানে ‘ফেডেরেশন অফ ফিল্মস সোসাইটিজ অফ ইন্ডিয়া’র সভাপতি শ্যাম বেনেগাল। ১৯৭৪ সালে ‘অঙ্কুর’ সিনেমা দিয়ে যাত্রা শুরু করেন তিনি। শ্যাম বেনেগাল প্রথম সিনেমার জন্য ভারতের জাতীয় পুরস্কার লাভ করেছেন। ১৯৭৫ সাল থেকে শুরু করে পর পর পাঁচ বছর ভারতের জাতীয় পুরস্কার অর্জন করেন শ্যাম বেনেগাল।
এমএমএফ/জেআইএম