ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

জন্মদিনে জানা গেলো অমিতাভের ১১ অজানা তথ্য!

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২:৫৯ পিএম, ১১ অক্টোবর ২০২২

৮০ বছরে পা রাখলেন বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। বলিউডেও তার দীর্ঘ ক্যারিয়ার। অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন ভক্তদের। শুভদিনে ভক্তরাও শুভেচ্ছায় ভাসিয়েছেন এই মেগাস্টারকে। তবে ভারতীয় সিনেমার সর্বকালের সেরা এই তারকা অভিনেতা সম্পর্কে অনেক তথ্যই জানেন না অনেকে। এই শুভদিনে জেনে নেওয়া যাক ‘বিগ বি’র কিছু অজানা তথ্য-

১. সবচেয়ে বেশি ‘ডাবল রোল’ (দ্বৈত চরিত্র)-এ অভিনয় করেছেন অমিতাভ বচ্চন।

২. অমিতাভ বচ্চনের প্রকৃত পদবি শ্রীবাস্তব। কিন্তু পরে তিনি বাবা হরিবংশ রাই বচ্চনের নামের শেষ অংশ ‘বচ্চন’কে নিজের পদবি হিসেবে গ্রহণ করেন।

৩. ‘খুদা গাওয়া’ ছবির শ্যুটিংয়ের সময় আফগানিস্তানের প্রেসিডেন্ট অমিতাভ বচ্চনকে দেশের বিমান বাহিনী দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করেন। কোনো ভারতীয় অভিনেতার সঙ্গে এমন কিছু ঘটেনি।

৪. একমাত্র একটি সাদা-কালো ছবিতেই অভিনয় করেছিলেন তিনি। নাম ‘সাত হিন্দুস্তানি’।

৫. বিরল শারীরিক বৈশিষ্ট্য আছে তার। তিনি দু’হাতেই সাবলীলভাবে লিখতে পারেন।

৬. টানা ১২টি ছবি ফ্লপ হয়েছিল তার। এরপরই সুপারহিট হয় ‘জঞ্জির’। অনেকে বলেন, ওই ছবি ফ্লপ হলে হয়তো তার ক্যারিয়ার শেষ হয়ে যেত।

৭. ছোটবেলায় ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন অমিতাভ। পরে ভেবেছিলেন বিমান বাহিনীর সঙ্গে যুক্ত হবেন।

৮. প্রথম ছবিতে অভিনয় করেননি। শুধু কণ্ঠ দিয়েছিলেন। ছবিটির পরিচালক ছিলেন মৃণাল সেন। ছবির নাম ‘ভূবন সোম’।

৯. একই নামের দুটি ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। নাম এক হলেও দুটির ছবির মধ্যে কোনো মিলই নেই। ছবির নাম ‘দিওয়ার’। ১৯৭৫ আর ২০০৪ সালে ছবি দুটিতে অভিনয় করেন তিনি।

১১. এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে তার মূর্তি মাদাম তুসো মিউজিয়ামে জায়গা পায়।

১২. কী সংগ্রহ করতে ভালোবাসেন ‘বিগ বি’? জানা যায়, হাতঘড়ি ভালোবাসেন তিনি।

ইএ/জিকেএস