ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

করোনার কারণে সোনমের বেবি শাওয়ার বাতিল

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৯:৩৮ এএম, ১৮ জুলাই ২০২২

চলতি বছরের মার্চে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান সোনম কাপুর। এ উপলক্ষে ঘটা করে ‘সাধ অনুষ্ঠান’ বা ‘বেবি শাওয়ার’ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু তা আর হচ্ছে না। করোনার কারণে নিজের এই ইচ্ছাকে বিসর্জন দিলেন বলিউডের এই অভিনেত্রী।

সম্প্রতি ভারতে নতুন করে বেড়েছে করোনা সংক্রমণ। দেশটির বাণিজ্য ও বিনোদনের অন্যতম কেন্দ্র মুম্বাইয়েও ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। আর সেখানেই অবস্থান করছেন সোনম।

কাপুর পরিবার সূত্র জানিয়েছে, বড় করে সাধ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল সোনমের আত্মীয় কবিতার বাড়িতে। কিন্তু মুম্বাইয়ের কোভিড পরিস্থিতির জন্য গোটা অনুষ্ঠানটি বাতিল করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন পরিচালক-কোরিওগ্রাফার ফারহা খান।

তবে অনুষ্ঠানের বদলে পরিবার ও কাছের মানুষের জন্য বিশেষ লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল বলে জানান তিনি।

করোনার কারণে সোনমের বেবি শাওয়ার বাতিল

‘সাধ অনুষ্ঠান’ হলো গর্ভবতী নারীর ইচ্ছা অনুযায়ী খাবারের উৎসব বা অনুষ্ঠান করা। এ অনুষ্ঠানে নানা রকম খাবারের পাশাপাশি উপহার দেওয়া হয়।

২০১৮ সালে দিল্লীর নামকরা ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম কাপুর।

জেডএইচ/জেআইএম