কেকে’র মৃত্যুর তদন্ত করতে মামলার অনুমতি দিলো আদালত
সদ্য প্রয়াত সংগীততশিল্পী কেকে-র মৃত্যুর তদন্ত করুক সিবিআই, এই মর্মে একটি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্ট। কেকে-র মৃত্যু নিয়ে কলকাতা হাই কোর্টে সিবিআই তদন্তের আর্জি জানান আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায়।
বিষয়টি নিয়ে তিনি একটি জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি চান আদালতের কাছে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সেই অনুমতি দিয়েছে।
গত ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে এক অনুষ্ঠানের পর মারা যান বলিউডের গায়ক কেকে। মাত্র ৫৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই খ্যাতনামী গায়কের। তারপর থেকে নানা বিষয়ে বিতর্ক তৈরি হয়েছে।
প্রশ্ন উঠেছে, নজরুল মঞ্চে অতিরিক্ত ভিড় নিয়ে। শীতাতপ যন্ত্র ঠিক মতো কাজ না করেছিল কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকে। এ নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা চরমে পৌঁছেছে। রাজনৈতিক চাপও দেখা দিয়েছে৷
বিরোধীরা প্রশ্ন তুলেছেন, একটি কলেজ ফেস্টে এত অর্থ ব্যয়ে কীভাবে একজন বলিউডের গায়ককে আনা হল, তা নিয়ে। কেন ঠিক মতো ভিড় নিয়ন্ত্রণ করতে পারেনি প্রশাসন, তা নিয়েও সরব বিরোধীরা।
এরই মধ্যে কেকের মৃত্যু নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিল আদালত। যা কেকে'র মৃত্যুর ঘটনাকে নতুন মোড়ে নিয়ে গেল।
এলএ/জেআইএম
টাইমলাইন
- ০৮:৪৬ এএম, ০৭ জুন ২০২২ কেকে’র মৃত্যুর তদন্ত করতে মামলার অনুমতি দিলো আদালত
- ০৭:২৪ পিএম, ০২ জুন ২০২২ কেকে-র সমালোচনা করা রুপঙ্করকে সমর্থন দিলেন নচিকেতা
- ০৪:১৬ পিএম, ০২ জুন ২০২২ কেকের শেষকৃত্য সম্পন্ন
- ০২:৩৩ পিএম, ০২ জুন ২০২২ শেষ বিদায় জানাতে কেকের বাড়িতে তারকারা
- ০২:০৪ পিএম, ০২ জুন ২০২২ কনসার্টে অতিরিক্ত দর্শকই কেকের মৃত্যুর কারণ!
- ০৯:৩৩ এএম, ০২ জুন ২০২২ এবার রুপঙ্করের অভিনয় করা নিয়ে প্রশ্ন তুললেন স্বস্তিকা
- ০৭:৩১ পিএম, ০১ জুন ২০২২ কেকের মৃত্যু: হত্যার হুমকি পেয়ে থানায় রূপঙ্কর
- ০৫:৩৫ পিএম, ০১ জুন ২০২২ গান শোনাতে এসে কফিনবন্দি হয়ে কলকাতা ছাড়লেন কেকে
- ০৪:৫৫ পিএম, ০১ জুন ২০২২ বলিউডে সবচেয়ে সক্ষম শিল্পী ছিলেন কেকে: কুমার শানু
- ০৪:৩৮ পিএম, ০১ জুন ২০২২ কলকাতায় শ্রদ্ধা জানালেন মমতা, মুম্বাইয়ে হবে কেকের শেষকৃত্য
- ০৩:৫৮ পিএম, ০১ জুন ২০২২ কেকের মৃত্যু নিয়ে মামলা, চলছে তদন্ত
- ০৩:০৩ পিএম, ০১ জুন ২০২২ কেকে মারা যাওয়ার খবরটি ভয়ংকর: রুনা লায়লা
- ০২:২০ পিএম, ০১ জুন ২০২২ যেসব গান গেয়ে সুপারহিট হয়েছিলেন কেকে
- ০১:২৬ পিএম, ০১ জুন ২০২২ কেকের মৃত্যু: তসলিমা নাসরিন বললেন, ‘এক সেকেন্ডের নাই ভরসা’
- ০১:১১ পিএম, ০১ জুন ২০২২ কেকের মরদেহ নিতে কলকাতায় এসেছেন স্ত্রী-পুত্র
- ০১:০৯ পিএম, ০১ জুন ২০২২ গায়ক কেকের মৃত্যুতে শোকের সাগরে ভাসছে বলিউড
- ০৯:০১ এএম, ০১ জুন ২০২২ গাইতে গাইতে মঞ্চেই ঘামছিলেন কেকে
- ১২:২৩ এএম, ০১ জুন ২০২২ ভারতীয় সংগীত শিল্পী কেকে আর নেই