ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

কেকে-র সমালোচনা করা রুপঙ্করকে সমর্থন দিলেন নচিকেতা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৭:২৪ পিএম, ০২ জুন ২০২২

সদ্য প্রয়াত বলিউড গায়ক কেকে-র মৃত্যুতে ভারতে শোক নেমেছে। মাত্র ৫৩ বছরেই জীবনের সফর থামিয়ে দিলেন তিনি। যা তার ভক্তরা মেনে নিতে পারছেন না। এ মৃত্যুর ফাঁকে কেকে-কে নিয়ে বেঁফাস বক্তব্য দিয়ে আলোচনায় আছেন কলকাতার গায়ক রূপঙ্কর বাগচী।

কেকে-র কলকাতা সফর নিয়ে ক্ষেপেছিলেন তিনি৷ লাইভে এসে বেশ কড়া ভাষায় কেকে-কে বাংলা আনা আয়োজকদের সমালোচনা করেছেন গেল মঙ্গলবার। সেদিন রাতেই কেকে মারা যান। এরপর থেকেই রূপঙ্কর আছেন তোপের মুখে।

কলকাতার অনেক তারকারাও এই শিল্পী কঠোর সমালোচনা করছেন। তবে রুপঙ্করের পাশে দাঁড়ালেন নচিকেতা চক্রবর্তী।

তিনি ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে রুপঙ্করের পাশে থাকার বিষয়টি জানান৷ নচিকেতা লেখেন, 'কেকে-র কলকাতা সফর নিয়ে রূপঙ্করের মন্তব্যকে বাঙালি তীব্র ভাবে আক্রমণ করছে। ওকে দুচ্ছাই করছে। কিন্তু ওর অভিমানকে যদি আমরা বুঝতে না পারি, তা হলে তো ধরে নিতে হবে, আমাদের অনুভূতি বোধটাই উবে গিয়েছে। আমরা কি গাধা হয়ে গিয়েছি! না না, গাধা নয়, গাম্বাট! এক জন বাঙালি শিল্পী তার অভিমানের জায়গা থেকে একটা কথা বলল। আর আমরা সেটাকে ধরতেই পারলাম না। অন্য ব্যাখ্যা করছি!

আরে রূপঙ্কর জ্যোতিষী নাকি! ও কী করে জানবে, কেকে মারা যাবে! বিজেপি আর সিপিএম তো ময়দানে নেমে পড়েছে। এমন একটা ভাব যেন, ভিড়ের কারণেই মৃত্যু হয়েছে কেকে-র। কেন্দ্রীয় সরকার এ বার না একটা আইন এনে ফেলে। প্রেক্ষাগৃহে ২০ জনের বেশি লোক এক জন শিল্পীর গান শুনতে যেতে পারবে না। আরে ভিড় হলে তবেই না শিল্পীর মন ভরবে! পেট ভরবে। এরা কারা!

রাজার মতো মৃত্যু হয়েছে কেকে-র। এমন মৃত্যুই তো সকলে চায়। আমরা শিল্পীরা আসলে জনসমুদ্রে মিশে যেতে চাই। ওই ভিড়ে পিষ্ট হতে চাই। ভিড়ের চাপে মরে যেতে চাই। ওখানেই তো শিল্পীর সার্থকতা। শ্রোতাদের ভিড়ে এক জন শিল্পী মিশে গিয়ে জীবনের শেষ গান শোনাচ্ছেন, এটাই শিল্পীর স্বপ্ন। কেউ কেউ বলছেন, ভিড়ের কারণেই মৃত্যু হয়েছে কেকে-র। মোটেও নয়। গাঁধীজি জনসমুদ্রে মিশেছেন। ইন্দিরা গাঁধী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি নরেন্দ্র মোদীও জনসমুদ্রে মিশে যেতে চান। যানও। ওঁরা রাজনৈতিক ‘পারফর্মার’।

আমরাও ‘পারফর্মার’, তবে সাংস্কৃতিক। আমাদের সকলেরই এই ভিড়ের খিদে থাকে। মাইকেল জ্যাকসনের ছিল। এলভিস প্রেসলির ছিল। কেকে-র ছিল। আমার আছে। আমি গত ৩০ বছর ধরে এই জনসমুদ্রে মিশছি। দুর্ভাগ্য, কেকে-র মতো মৃত্যু হল না। ও আমার থেকে কয়েক বছরের ছোট ছিল। তা-ও বলব, রাজার মতো গিয়েছে। ওর মৃত্যু আমাকে কষ্ট দিচ্ছে। বাঙালি যে ওকে এত ভালবাসে, সেটা দেখে ভালও লাগছে।

আমি পাহাড়ে বেড়াতে এসেছি। কাল রাতেই কেকে-র কথা শুনেছি। আজ জিৎ গঙ্গোপাধ্যায় ফোন করেছিল। ও-ই আমাকে বলল, ‘‘দাদা তোমার গান কেকে খুব পছন্দ করত। বিশেষ করে রাজশ্রী।’’ আমি তো শুনে চমকে উঠলাম। ও আমার গান শুনত! কেকে এত ভাল গান গাইত! আমি তো ওর ফ্যান ছিলাম। কিন্তু ও আমার গান শুনত জানতে পেরে, ভাল লাগছে। আসলে বাঙালিকে সারা ভারত শোনে। শুধু বাঙালিই সেটা বুঝতে পারে না। আর সেই কথাটাই রূপঙ্কর বলতে চেয়েছিল। বাঙালি সংস্কৃতির কথা বলতে চেয়েছিল।

আমি বিশ্বাস করি, ও কেকে-কে কোনও ভাবেই ব্যক্তি আক্রমণ করতে চায়নি। ও শুধু একটা অভিমানের কথা বলতে চেয়েছে। বাঙালি শিল্পী যখন অন্য রাজ্যে যায়, তখন ক’টাকা পারিশ্রমিক পায়! আর বম্বের শিল্পী এখানে এলে কত পায়! সাধারণ মানুষ এ সব জানেন না। অভিমানটা আছে। থাকবে। থাকাটাই স্বাভাবিক।

রূপঙ্করও আমার থেকে ছোট। ছোটদের অভিমান অনেক বেশি। ওরা বাংলার কথা বলতে চায়। বাংলা সংস্কৃতিকে ওরা আন্তর্জাতিক করতে চায়। আসলে কী জানেন তো, রবীন্দ্রনাথ নোবেল না পেলে তিনিও আঞ্চলিক কবি হয়ে থেকে যেতেন। সত্যজিৎ রায় এই কলকাতায় পুরনো বাড়িতে থাকতেন। আর সুভাষ ঘাই বাংলোয় থাকতেন। কার পরিচিতি সর্বভারতীয় স্তরে বেশি?

বাঙালিদের অভিমান আছে। থাকবে। আমার নেই। কিন্তু কষ্ট লাগে তখন, যখন দেখি, রূপঙ্কর যাদের হয়ে কথাটা বলল, আজ তারাই ওর পাশে নেই! এটা ঠিক হল না। রাঘব, ইমনদের তো ওর পাশে দাঁড়ানো উচিত ছিল।

একটা ঘটনা ঘটে গিয়েছে। তাতে রূপঙ্কেরর কোনও দোষ নেই। হ্যাঁ, আমি নচিকেতা বলছি। আমি রূপঙ্করের পাশে আছি।'

এলএ/জেআইএম

টাইমলাইন

  1. ০৮:৪৬ এএম, ০৭ জুন ২০২২ কেকে’র মৃত্যুর তদন্ত করতে মামলার অনুমতি দিলো আদালত
  2. ০৭:২৪ পিএম, ০২ জুন ২০২২ কেকে-র সমালোচনা করা রুপঙ্করকে সমর্থন দিলেন নচিকেতা
  3. ০৪:১৬ পিএম, ০২ জুন ২০২২ কেকের শেষকৃত্য সম্পন্ন
  4. ০২:৩৩ পিএম, ০২ জুন ২০২২ শেষ বিদায় জানাতে কেকের বাড়িতে তারকারা
  5. ০২:০৪ পিএম, ০২ জুন ২০২২ কনসার্টে অতিরিক্ত দর্শকই কেকের মৃত্যুর কারণ!
  6. ০৯:৩৩ এএম, ০২ জুন ২০২২ এবার রুপঙ্করের অভিনয় করা নিয়ে প্রশ্ন তুললেন স্বস্তিকা
  7. ০৭:৩১ পিএম, ০১ জুন ২০২২ কেকের মৃত্যু: হত্যার হুমকি পেয়ে থানায় রূপঙ্কর
  8. ০৫:৩৫ পিএম, ০১ জুন ২০২২ গান শোনাতে এসে কফিনবন্দি হয়ে কলকাতা ছাড়লেন কেকে
  9. ০৪:৫৫ পিএম, ০১ জুন ২০২২ বলিউডে সবচেয়ে সক্ষম শিল্পী ছিলেন কেকে: কুমার শানু
  10. ০৪:৩৮ পিএম, ০১ জুন ২০২২ কলকাতায় শ্রদ্ধা জানালেন মমতা, মুম্বাইয়ে হবে কেকের শেষকৃত্য
  11. ০৩:৫৮ পিএম, ০১ জুন ২০২২ কেকের মৃত্যু নিয়ে মামলা, চলছে তদন্ত
  12. ০৩:০৩ পিএম, ০১ জুন ২০২২ কেকে মারা যাওয়ার খবরটি ভয়ংকর: রুনা লায়লা
  13. ০২:২০ পিএম, ০১ জুন ২০২২ যেসব গান গেয়ে সুপারহিট হয়েছিলেন কেকে
  14. ০১:২৬ পিএম, ০১ জুন ২০২২ কেকের মৃত্যু: তসলিমা নাসরিন বললেন, ‘এক সেকেন্ডের নাই ভরসা’
  15. ০১:১১ পিএম, ০১ জুন ২০২২ কেকের মরদেহ নিতে কলকাতায় এসেছেন স্ত্রী-পুত্র
  16. ০১:০৯ পিএম, ০১ জুন ২০২২ গায়ক কেকের মৃত্যুতে শোকের সাগরে ভাসছে বলিউড
  17. ০৯:০১ এএম, ০১ জুন ২০২২ গাইতে গাইতে মঞ্চেই ঘামছিলেন কেকে
  18. ১২:২৩ এএম, ০১ জুন ২০২২ ভারতীয় সংগীত শিল্পী কেকে আর নেই