কেকের শেষকৃত্য সম্পন্ন
ভারতের প্রখ্যাত গায়ক কেকের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) বিকেল ৩টার দিকে মুম্বাইয়ের ভারসোভা এলাকার মুক্তিধাম শ্মশানে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। কেকের পুত্র নকুল কৃষ্ণ কুন্নাথ শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।
এর আগে প্রিয় শিল্পী কেকে-কে শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে ভিড় করেন ভারতীয় শোবিজের তারকারা। বেলা সাড়ে ১১টার দিকে কেকের বাড়িতে যান অভিনেতা ফয়সাল খান। এরপর হাজির হন সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য, গায়ক জাভেদ আলী, গায়িকা শিল্পা রাও, অলকা ইয়াগমিন, শ্রেয়া ঘোষাল, সলিম মার্সেন্ট, নির্মাতা বিশাল ভরদ্বাজ প্রমুখ।
মঙ্গলবার রাতে কলকাতায় একটি অনুষ্ঠানে গান গাওয়ার সময় অসুস্থ বোধ করেন কেকে। অনুষ্ঠানস্থল ত্যাগ করে ফিরে যান হোটেলে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমেছে।
সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ তারকা শিল্পী তার বিদেহী আত্মার শান্তি কামনা করে পোস্ট দিয়েছেন। এ তালিকায় রয়েছেন সালমান খান, আল্লু অর্জুন, সংগীতশিল্পী শান, আমির খান প্রমুখ।
কেকের মত্যৃর কারণ নিয়ে জোর আলোচনা চলছে। কলকাতার নিউমার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনো কারণে এ সংগীতশিল্পীর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তবে তার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, হৃদযন্ত্রজনিত সমস্যা ছিল কেকের।
কেকের মৃত্যুর পর মুম্বাই থেকে কলকাতায় এসেছিলেন তার স্ত্রী জ্যোতি ও পুত্র নকুল কৃষ্ণ কুন্নাথ। কলকাতার রবীন্দ্র সদনে এ সংগীতশিল্পীকে শেষ বিদায় জানান স্থানীয় সংগীতপ্রেমীরা। এসময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শ্রদ্ধা শেষে বুধবার বিকালে স্বামীর মরদেহ নিয়ে মুম্বাইয়ে ফিরে যান কেকের স্ত্রী জ্যোতি ও তার পুত্র নকুল কৃষ্ণ কুন্নাথ।
এমআই/এলএ/জেআইএম
টাইমলাইন
- ০৮:৪৬ এএম, ০৭ জুন ২০২২ কেকে’র মৃত্যুর তদন্ত করতে মামলার অনুমতি দিলো আদালত
- ০৭:২৪ পিএম, ০২ জুন ২০২২ কেকে-র সমালোচনা করা রুপঙ্করকে সমর্থন দিলেন নচিকেতা
- ০৪:১৬ পিএম, ০২ জুন ২০২২ কেকের শেষকৃত্য সম্পন্ন
- ০২:৩৩ পিএম, ০২ জুন ২০২২ শেষ বিদায় জানাতে কেকের বাড়িতে তারকারা
- ০২:০৪ পিএম, ০২ জুন ২০২২ কনসার্টে অতিরিক্ত দর্শকই কেকের মৃত্যুর কারণ!
- ০৯:৩৩ এএম, ০২ জুন ২০২২ এবার রুপঙ্করের অভিনয় করা নিয়ে প্রশ্ন তুললেন স্বস্তিকা
- ০৭:৩১ পিএম, ০১ জুন ২০২২ কেকের মৃত্যু: হত্যার হুমকি পেয়ে থানায় রূপঙ্কর
- ০৫:৩৫ পিএম, ০১ জুন ২০২২ গান শোনাতে এসে কফিনবন্দি হয়ে কলকাতা ছাড়লেন কেকে
- ০৪:৫৫ পিএম, ০১ জুন ২০২২ বলিউডে সবচেয়ে সক্ষম শিল্পী ছিলেন কেকে: কুমার শানু
- ০৪:৩৮ পিএম, ০১ জুন ২০২২ কলকাতায় শ্রদ্ধা জানালেন মমতা, মুম্বাইয়ে হবে কেকের শেষকৃত্য
- ০৩:৫৮ পিএম, ০১ জুন ২০২২ কেকের মৃত্যু নিয়ে মামলা, চলছে তদন্ত
- ০৩:০৩ পিএম, ০১ জুন ২০২২ কেকে মারা যাওয়ার খবরটি ভয়ংকর: রুনা লায়লা
- ০২:২০ পিএম, ০১ জুন ২০২২ যেসব গান গেয়ে সুপারহিট হয়েছিলেন কেকে
- ০১:২৬ পিএম, ০১ জুন ২০২২ কেকের মৃত্যু: তসলিমা নাসরিন বললেন, ‘এক সেকেন্ডের নাই ভরসা’
- ০১:১১ পিএম, ০১ জুন ২০২২ কেকের মরদেহ নিতে কলকাতায় এসেছেন স্ত্রী-পুত্র
- ০১:০৯ পিএম, ০১ জুন ২০২২ গায়ক কেকের মৃত্যুতে শোকের সাগরে ভাসছে বলিউড
- ০৯:০১ এএম, ০১ জুন ২০২২ গাইতে গাইতে মঞ্চেই ঘামছিলেন কেকে
- ১২:২৩ এএম, ০১ জুন ২০২২ ভারতীয় সংগীত শিল্পী কেকে আর নেই