ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

কেকের মৃত্যু: তসলিমা নাসরিন বললেন, ‘এক সেকেন্ডের নাই ভরসা’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০১:২৬ পিএম, ০১ জুন ২০২২

বাংলাদেশের বিখ্যাত সংগীতশিল্পী ফিরোজ সাঁই ১৯৯৫ সালে বিজয় দিবসের অনুষ্ঠানে ‘এক সেকেন্ডের নাই ভরসা’ গানটি গাইতে গাইতে মঞ্চের ওপর ঢলে পড়েন। কী হয়েছিল? স্ট্রোক। স্ট্রোক থেকে মৃত্যু। সত্যিই তো, এক সেকেণ্ডের নাই ভরসা।

গতকাল কলকাতার নজরুল মঞ্চে গান গাইতে গাইতে ঠিক নয়, তবে গানের অনুষ্ঠান থেকে হোটেলে পৌঁছেই সংগীতশিল্পী কেকে'র মৃত্যু হলো। মালায়ালি শিল্পী এদাভা বশিরও তিন দিন আগে গান গাইতে গাইতে মঞ্চের ওপরই মৃত্যুবরণ করেন।

পৃথিবীর প্রচুর অভিনেতা, শিল্পী, বাদক মঞ্চে পারফর্ম করতে করতে মারা গেছেন। আসল সত্যটা হলো, এক সেকেণ্ডের নাই ভরসা।

কেকে'র বয়স এমন কিছু নয়, দেখলে মনে হয় রেগুলার ওয়ার্কআউট করা শরীর, স্বাস্থ্য সম্পর্কে সচেতন, হলে কী হবে, ওই যে ফিরোজ সাঁই গেয়েছিলেন, ‘এক সেকেণ্ডের নাই ভরসা’।

কেউ চমৎকার লাইফ স্টাইল মেইন্টেইন করেও হুট করে চলে যান, কেউ আবার কিছুই না করে ৯৯ বছর বেঁচে থাকেন।

জিনে রোগ শোক থাকে, ওটির আরেক নাম হয়তো নিয়তি। ওটিকে খুব একটা তুচ্ছতাচ্ছিল্য করা যায় না। আমার মনে হয় দীর্ঘদিন শারীরিক কষ্ট যন্ত্রণায় ভুগে মরার চেয়ে এমন হঠাৎ করে মরে যাওয়া অনেক ভালো। কেকের অনুষ্ঠানে প্রচুর শ্রোতা এসেছিল, প্রচুর সমর্থন তিনি পেয়েছেন, প্রচুর ভালোবাসা পেয়েছেন। মন তখন নিশ্চয়ই তার ভালো লাগায় ভরে ছিল। আনন্দে নেচেছিল হৃদয়।

এই সুখানুভূতি নিয়ে যদি মৃত্যু হয়, তবে সেই মৃত্যু সওয়া যায়। কেউ ভালোবাসে না, কেউ কাছে আসে না, কেউ নেই কোথাও, শুধু দুঃখ, শুধু বেদনা, শুধু হতাশা -এমন সময় মৃত্যু এলে সেই মৃত্যু সওয়া যায় না।

এমআই/এলএ/এমএস

টাইমলাইন

  1. ০৮:৪৬ এএম, ০৭ জুন ২০২২ কেকে’র মৃত্যুর তদন্ত করতে মামলার অনুমতি দিলো আদালত
  2. ০৭:২৪ পিএম, ০২ জুন ২০২২ কেকে-র সমালোচনা করা রুপঙ্করকে সমর্থন দিলেন নচিকেতা
  3. ০৪:১৬ পিএম, ০২ জুন ২০২২ কেকের শেষকৃত্য সম্পন্ন
  4. ০২:৩৩ পিএম, ০২ জুন ২০২২ শেষ বিদায় জানাতে কেকের বাড়িতে তারকারা
  5. ০২:০৪ পিএম, ০২ জুন ২০২২ কনসার্টে অতিরিক্ত দর্শকই কেকের মৃত্যুর কারণ!
  6. ০৯:৩৩ এএম, ০২ জুন ২০২২ এবার রুপঙ্করের অভিনয় করা নিয়ে প্রশ্ন তুললেন স্বস্তিকা
  7. ০৭:৩১ পিএম, ০১ জুন ২০২২ কেকের মৃত্যু: হত্যার হুমকি পেয়ে থানায় রূপঙ্কর
  8. ০৫:৩৫ পিএম, ০১ জুন ২০২২ গান শোনাতে এসে কফিনবন্দি হয়ে কলকাতা ছাড়লেন কেকে
  9. ০৪:৫৫ পিএম, ০১ জুন ২০২২ বলিউডে সবচেয়ে সক্ষম শিল্পী ছিলেন কেকে: কুমার শানু
  10. ০৪:৩৮ পিএম, ০১ জুন ২০২২ কলকাতায় শ্রদ্ধা জানালেন মমতা, মুম্বাইয়ে হবে কেকের শেষকৃত্য
  11. ০৩:৫৮ পিএম, ০১ জুন ২০২২ কেকের মৃত্যু নিয়ে মামলা, চলছে তদন্ত
  12. ০৩:০৩ পিএম, ০১ জুন ২০২২ কেকে মারা যাওয়ার খবরটি ভয়ংকর: রুনা লায়লা
  13. ০২:২০ পিএম, ০১ জুন ২০২২ যেসব গান গেয়ে সুপারহিট হয়েছিলেন কেকে
  14. ০১:২৬ পিএম, ০১ জুন ২০২২ কেকের মৃত্যু: তসলিমা নাসরিন বললেন, ‘এক সেকেন্ডের নাই ভরসা’
  15. ০১:১১ পিএম, ০১ জুন ২০২২ কেকের মরদেহ নিতে কলকাতায় এসেছেন স্ত্রী-পুত্র
  16. ০১:০৯ পিএম, ০১ জুন ২০২২ গায়ক কেকের মৃত্যুতে শোকের সাগরে ভাসছে বলিউড
  17. ০৯:০১ এএম, ০১ জুন ২০২২ গাইতে গাইতে মঞ্চেই ঘামছিলেন কেকে
  18. ১২:২৩ এএম, ০১ জুন ২০২২ ভারতীয় সংগীত শিল্পী কেকে আর নেই

আরও পড়ুন