ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

কফি উইথ করণে আসছেন আল্লু অর্জুন ও রাশমিকা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৩:১০ পিএম, ০৬ মে ২০২২

বলিউড নির্মাতা করণ জোহর। তার জনপ্রিয় শো 'কফি উইথ করণ'। এবার আসছে এর সিজন ৭। এ শোতে আসবেন 'পুষ্পা'র তারকা আল্লু অর্জন ও রাশমিকা মান্দানা।

করণ জোহর নিশ্চিত করেছেন শোটির সিজন ৭ ডিজনি + হটস্টারে প্রচারিত হবে।

সিজন ৭ এর প্রথম অতিথি হবেন তার 'রকি অর রানি কি প্রেম কাহানি'র প্রধান অভিনেতা রণবীর সিং এবং আলিয়া ভাট। আরেক পর্বে দেখা যাবে ভারতের জাতীয় ক্রাশ রাশমিকা ও আল্লু অর্জুনকে।

বলিউড হাঙ্গামাকে করণ জানান, 'কফি উইথ করণ ফিরে আসবে না টিভিতে। কারণ প্রতিটি দুর্দান্ত গল্পের একটি ভালো টুইস্টের প্রয়োজন। আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে কফি উইথ করণের সিজন ৭ এখন থেকে ডিজনি + হটস্টারে প্রচারিত হবে। এবারেট সিজনে দক্ষিণ তারকারাও থাকবেন।'

এদিকে আল্লু অর্জুন বর্তমানে 'পুষ্পা ২: দ্য রুল'র সিক্যুয়েলে কাজ করছেন। আর রাশমিকা 'মিশন মজনু'তে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে বলিউডে অভিষেক হতে যাচ্ছে। তিনি বিকাশ বাহল পরিচালিত অমিতাভ বচ্চন অভিনীত বলিউডের 'গুডবাই' ছবিতেও অভিনয় করছেন।

এলএ/এমএস