ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

করোনায় আক্রান্ত লারা দত্তের বাড়ি সিলগালা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০১:২৫ পিএম, ২৬ মার্চ ২০২২

মহামারি করোনার তান্ডবে বলি পারায় একের পর এক অভিনেতা অভিনেত্রীরা আক্রান্ত হচ্ছেন। এবার করোনা পজিটিভ হলেন বলিউড সুন্দরী লারা দত্ত।

যদিও লারা এ বিষয়ে কথা বলেননি। বিএমসি কতৃপক্ষ বান্দ্রায় তার বাড়িটি সিলগালা করেছে।

লারার বাসভবনের বাইরে এটিকে মাইক্রো কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করে একটি নোটিশ টানানো হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, শুধুমাত্র লারা ও তার পরিবারের সদস্যরা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

লারা সর্বশেষ তার মেয়ে এবং সেলিনা জেটলির বাচ্চাদের সাথে একটি থ্রোব্যাক ছবি পোস্ট করেছিলেন। 'তখন এবং এখন'!

এদিকে লারাকে শেষবার অক্ষয় কুমার এবং বাণী কাপুর অভিনীত 'বেল বটম' সিনেমাতে দেখা গিয়েছিল। তাকে ডিজিটাল শো 'হিক্কাপস অ্যান্ড হুকআপস' এবং 'কৌন বনেগি শিখরবতীতেও' দেখা গেছে।

এলএ/এমএস