‘মিস ইউনিভার্স’ হলেন ভারতীয় হারনাজ সান্ধু
২১ বছর পর ‘মিস ইউনিভার্স’-এর খেতাব জিতেছেন ভারতের হারনাজ সান্ধু। এবার ‘ব্রহ্মাণ্ড সুন্দরী’ হিসেবে এই খেতাব জিতেছেন পাঞ্জাবের এই সুন্দরী।
India's Harnaaz Sandhu crowned Miss Universe 2021
— ANI Digital (@ani_digital) December 13, 2021
Read @ANI Story | https://t.co/PjP42LmzK7#HarnaazSandhu #MissUniverse2021 pic.twitter.com/4Y5e60v87L
রোববার রাতে ইসরায়েলের এইলাটে ৭০তম ‘মিস ইউনিভার্স’-এর আসর বসে। সেখানে প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা ও দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে পিছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন ২১ বছরের ভারতীয় সুন্দরী হারনাজ সান্ধু।
India, tonight we will shine! #MissUniverse #70thMissUniverse pic.twitter.com/bC4HXVJyAi
— Harnaaz Kaur Sandhu (@HarnaazSandhu03) December 12, 2021
এর আগে ২০০০ সালে এই খেতাব জিতেছিলেন পঞ্জাবের লারা দত্ত। তার আগে এ খেতাব পেয়েছিলেন বাংলার মেয়ে সুস্মিতা সেন। হারনাজ সান্ধু তৃতীয় ভারতীয় যিনি ‘ব্রহ্মাণ্ড সুন্দরী’ হলেন।
এআরএ/জেআইএম