এক মঞ্চে দুই সুপারস্টার, চমক নিয়ে আসছে আনস্টপেবল
নান্দামুরি বালাকৃষ্ণ ভারতের তেলুগু চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেতা। ১৯৭৪ সালে মাত্র ১৪ বছর বয়সে ‘টাটামা কালা’ নামের একটি তেলুগু চলচ্চিত্রে তিনি প্রথম অভিনয় করেন। এছাড়াও সিমহা, লিজেন্ড, রুলার, ডিক্টেটর, লরি ড্রাইভার, খাতারনাক, আদিত্যসহ একশ’র বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
বড় পর্দা কাঁপানো জনপ্রিয় এ অভিনেতা এখন ছোট পর্দা কাঁপানোর প্রস্তুতি নিচ্ছেন। নান্দামুরি বালাকৃষ্ণ তার টক শো ‘আনস্টপেবল’ দিয়ে ছোট পর্দায় দর্শকদের সামনে হাজির হবেন। নির্মাতারা অভিনেতার বহু প্রতীক্ষিত এই ওটিটি শো’র প্রথম পর্বের ঝলক ৩১ অক্টোবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
প্রথম পর্বটি মোহন বাবু, বিষ্ণু মাঞ্চু এবং লক্ষ্মী মাঞ্চু সঞ্চালনা করেছেন।
দীর্ঘ তিন মিনিট দুই সেকেন্ডের ভিডিওটিতে বালাকৃষ্ণ তার উদ্যমী অবতারে স্টেজে প্রবেশ করছেন সেটিই দেখানো হয়েছে। এরপর মোহন বাবুকে পরিচয় করিয়ে দেন তিনি। যেখানে তাদের বন্ধুত্ব ফুটে উঠে। ভিডিওতে বালাকৃষ্ণকে ব্যক্তিগত প্রশ্নের পাশাপাশি রাজনৈতিক প্রশ্ন জিজ্ঞাসা করতেও দেখা যায়।
বালাকৃষ্ণকে একজন অভিনেতা হিসেবে মোহনের সংগ্রামী ক্যারিয়ার নিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। মোহন জবাবে বলেন, ‘সে কথা মনে করলে আমার কান্না পায়।’
তিনি আরও বলেন, ‘আমার প্রায়ই মনে হত পরিবারকে অন্ধকারে রাখছি। আমি আমার সম্পত্তিও বিক্রি করে দিয়েছিলাম। কেউ সাহায্য করেনি তখন।’
কথোপকথনের এক পর্যায় মোহন প্রশ্ন করেন কেন তিনি রাজনীতিবিদ চন্দ্রবাবু নাইডুকে তেলুগু দেশম পার্টির দায়িত্ব নিতে দিলেন যা প্রবীণ অভিনেতা এবং রাজনীতিবিদ এনটিআর প্রতিষ্ঠিত করেছিলেন। তার এই প্রশ্নে বালাকৃষ্ণকে আক্রমনাত্মক হয়ে উঠতে দেখা যায়। তিনিও মোহন বাবুকে তেলুগু দেশাম পার্টি (টিডিপি) ছাড়ার কারণ জিজ্ঞেস করেন।
প্রিমিয়ার এপিসোড শেষ হওয়ার পূর্বে বালাকৃষ্ণ মঞ্চে ডেকে নেন মোহনের সন্তানদের।
‘আনস্টপেবল’ শো’টিকে দক্ষিণ ভারতের শোবিজের সবচেয়ে প্রতীক্ষিত একটি টক শো বলে মনে করা হচ্ছে।
আগামী বৃহস্পতিবার (৪ নভেম্বর) থেকে ওটিটি প্ল্যাটফর্মে এর প্রিমিয়ার শুরু হবে।
এলএ/এমএস