‘কৃষক আন্দোলনের সমর্থকদের জেলে ভরা হোক’
ভারতের প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় যা হল, তা সহ্য করা যায় না। কৃষক আন্দোলনের নাম করে যেভাবে বিক্ষোভ চলছে, তা মেনে নেওয়া যায় না। কৃষক আন্দোলন নাম নিয়ে দেশের সংহতি নষ্ট করার চেষ্টা চালানো হচ্ছে। দেশের শান্তি, সুস্থিতি নষ্ট করার চেষ্টা শুরু করেছেন অনেকে।
ওই ধরনের ‘সো কলড’ কৃষক আন্দোলনকে যারা সমর্থন করছেন, তাদের গারদে ভরা হোক। এবার কৃষক আন্দোলন ও তার সমর্থকদের উপর এভাবেই ফুঁসে উঠেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।
প্রজাতন্ত্র দিবসের প্যারেডের পর দিল্লিতে শুরু হবে কৃষকদের ট্র্যাক্টর মিছিল। পরিকল্পনা ছিল এমনই। পূর্ব পরিকল্পনা অনুযায়ী না চলে, প্রজাতন্ত্র দিবসের সকালেই ট্রাক্টর নিয়ে দিল্লির দিকে রওনা দেন কৃষকরা।
রাজধানীর রাস্তায় শান্তিপূর্ণ মিছিলের পরিবর্তে লালকেল্লায় জোর করে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। এরপরই বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ। দিনভর কৃষক আন্দলোন নিয়ে উত্তাল ছিলো দিল্লি।
অবশেষে ২৬ জানুয়ারি সন্ধ্যাবেলায় লালকেল্লা থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। গোটা বিষয়টি নিয়ে গোটা ভারতে বিতর্ক শুরু হয়ে যায়।
কৃষক আন্দোলন নিয়ে যখন জোরদার বিতর্ক শুরু হয়, সেই সময় মুখ খোলেন কঙ্গনা। নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে কঙ্গনা দাবি করেন, কৃষক আন্দোলনের নাম করে যারা বিক্ষোভ করছেন, গোটা বিশ্বের কাছে ভারতের মাথা নিচু করে দিচ্ছেন, তাদের জেলে ভরা উচিত।
করোনা মহামারীর সঙ্গে লড়াই করে ভারত ফের নিজেকে শক্তিশালী করে তোলার চেষ্টা করছে। সেই সময় যে কোনো বিশেষ দিনে এভাবে দেশের মাথা নিচু করে দেওয়ার অধিকার কারও নেই বলে ফুঁসে ওঠেন বলিউড কুইন’খ্যাত এই তারকা।
কৃষক আন্দোলনের নামে বিক্ষোভকারী ও তাদের সমর্থকদের ‘সন্ত্রাসবাদী’ বলেও আক্রমণ করেন কঙ্গনা। এই ধরনের কাজকর্ম বন্ধ না হলে, এই দেশের কিছু হবে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এলএ/এমএস