ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

আইপিএলে খেলতে চায় তৈমুর, জানালেন কারিনা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৭ এএম, ১৪ অক্টোবর ২০২০

কারিনা কাপুর ও সাইফ আলি খানের প্রথম সন্তান তৈমুরকে নিয়ে প্রথম থেকেই ব্যাপক আগ্রহ রয়েছে মানুষের মধ্যে। এজন্য ছোট্ট তৈমুরের নিত্য নতুন খবর দিতে হুমড়ি খেয়ে পড়ে মিডিয়া। তৈমুরকে দেখলেই ক্যামেরার ভিড় জমে যায়।

তবে ছোট এ নবাব নাকি আইপিএলে খেলতে চায়! আর তার এ আগ্রহের কথাটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন মা কারিনা কাপুর। ।

কারিনা তার ইনস্টাগ্রামে একটি মজার ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে ক্রিকেট খেলছে তৈমুর। ওই ছবিতে অভিনেত্রী মজা করে জানতে চেয়েছেন, তৈমুরের জন্য আইপিএলে কোনো জায়গা আছে কি-না!

২০১৬ সালের ২০ ডিসেম্বর সাইফ-কারিনা দম্পতির ঘরে জন্ম নেয় তৈমুর। তার বয়স এখন তিন বছর। এরই মধ্যে বলিউড পাড়ায় খবর এসেছে, আবারো মা হতে যাচ্ছেন কারিনা কাপুর।

এসআর/পিআর