ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ভারতের সমস্যাগুলো চাপা দিতে বলিউডকে ব্যবহার করা হচ্ছে : শাবানা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২:৪২ পিএম, ০৭ অক্টোবর ২০২০

ভারতের প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি। সিনেমাপ্রেমীদের মনে চিরস্থায়ী আসন গড়ে নিয়েছেন দুর্দান্ত অভিনয় দিয়ে। একজন অভিনয় শিল্পী সবচেয়ে শক্তিশালী জায়গা হওয়া উচিত অভিনয়, তার অন্যতম উদাহরণ শাবানা।

কখনোই দ্বিমুখী আচরণে বিশ্বাসী নন ভারতের এই কিংবদন্তি অভিনেত্রী। সরাসরি প্রশ্নের উত্তর দেওয়ার দারুণ প্রবণতা রয়েছে তার মধ্যে।

সম্প্রতি ইন্ডিয়ান মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলিউডে চলমান অস্থিরতা নিয়ে বেশ খোলামেলা কথা বলেছেন। তাকে কিছু প্রশ্ন করা হয়। এর মধ্যে অন্যতম একটি প্রশ্ন ছিল কঙ্গনা রানাওয়াতের বলিউকে নারীবাদী হিসেবে আখ্যায়িত করার বিষয়টি নিয়ে। উত্তরের শাবানা জানান, ‘কঙ্গনা তার নিজের বিশ্বাসে বিশ্বাসী। সে বলিউডে নিজের মাধ্যমে নারীবাদী, জাতীয়তাবাদী অনেক কিছুই খুঁজে পায়।

আমার মনে হয় মাঝেমধ্যে পত্রিকার শিরোনাম থেকে সরে গেলে সে খুব অস্বস্তিতে ভুগে। তাই এই ধরনের নানা মন্তব্য সে মাঝেমধ্যেই করে থাকে। অত্যন্ত দুঃখজনক তার সকল কার্যকলাপ। তার কথা বলা দরকার সিনেমা নিয়ে, তার অভিনয় নিয়ে। যদিও সেসব ব্যাপারে তাকে কথা বলতে দেখি না।’

কঙ্গনা উস্কানিতে বেশ পরিপক্ক দাবি করে শাবানা বলেন, ‘সে সবসময় উস্কানিমূলক মন্তব্য করে যা অন্যদের কষ্ট দেয়। এসবের পেছনে অন্য কারো স্বার্থ হাসিল হচ্ছে কি না তা ভেবে দেখার বিষয়।’

শাবানা আরও বলেন, ‘বর্তমানে বলিউডকে হাতিয়ার করা হচ্ছে ভারতে চলমান নানা সমস্যাগুলো এড়িয়ে যেতে, চাপা দিতে। আমাদের অর্থনীতির অবস্থা খুবই নাজুক। আমাদের এখানে কৃষকদের বিরুদ্ধে চলে গেছে রাষ্ট্র। করোনা মোকাবিলায় রয়েছে অনেক ব্যর্থতা। এসব নিয়ে অনেকেই আন্দোলন ও প্রতিবাদ করছে। কিন্তু এসব থেকে দেশবাসীর চোখ ঘুরিয়ে রাখতেই ‘রঙিন বলিউড’কে ব্যবহার করা হচ্ছে।’

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের নানা বিষয়ে নেতিবাচক মন্তব্য করে আলোচনার শীর্ষে রয়েছেন কঙ্গনা। সম্প্রতি এক সাংবাদিককে জেলে পাঠানোর হুমকিও দিয়েছেন তিনি। যার প্রতিবাদে সোচ্চার হয়েছেন সাংবাদিকরা।

এলএ/এমকেএইচ

আরও পড়ুন