সারার বাড়িতে করোনা হানা
বলিউডের জনপ্রিয় নায়ক সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। ২০১৮ সালের ডিসেম্বরে কেদারনাথ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু হয় তার। এরপর রণভীর সিংয়ের সঙ্গে সিম্বা সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।
অভিনয় ও সোশ্যাল ওয়ার্কিং দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন সারা। হঠাৎ করে এক দুঃসংবাদ নিয়ে হাজির হলেন সারা। তার পরিবারে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
সারার গাড়ির চালক করোনা আক্রান্ত। তবে বাড়ির অন্য সদস্যসদের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। ইনস্টাগ্রামে নিজেই এই খবর জানিয়েছেন সারা আলি খান।
ইনস্টাগ্রামে সারা লিখেছেন, ‘আমি আপনাদের জানাতে চাই যে আমার গাড়ির চালক কোভিড ১৯ পজিটিভ। বিএমসিকে সঙ্গে সঙ্গে জানানো হয়েছে এবং তাকে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। আমার পরিবার ও বাড়ির অন্যান্য স্টাফেদের করোনা রিপোর্ট নেগেটিভ। প্রত্যেকেই প্রয়োজনীয় সুরক্ষা বিধি মেনে চলছি।’
জানা গেছে, লকডাউনের পর পরিস্থিত স্বাভাবিক হলে ডেভিড ধাওয়ানের পরিচালনায় কুলি নং ওয়ান ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করবেন সারা।
এমএবি/এলএ/জেআইএম