ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

করোনা মুুক্ত শ্রীদেবীর পরিবার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১:৫৩ এএম, ০৭ জুন ২০২০

শ্রীদেবী পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে। রেখে গেছেন তার স্বামী বনি কাপুর ও দুই মেয়ে জাহ্নবী ও খুশিকে। খবর হলো করোনাভাইরাসের সংক্রমনের দিনে ঝুঁকির মধ্যে পড়েছিলো এই প্রয়াত নায়িকার পরিবার।

বনি কাপুরের বাড়ির কর্মী চরণ সাউসহ ৩ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন। সাউয়ের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানার পরেই দুই মেয়েকে নিয়ে কোয়ারেন্টাইনে ছিলেন বনি কাপুর।

১৪ দিন পর ফের করোনা পরীক্ষা করা হয় বনি কাপুর, জাহ্নবী কাপুর এবং খুশি কাপুরের। জানা যায়, তাদের প্রত্যেকেরই করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

করোনায় তারা সংক্রমিত হননি তারা। শুধু তাই নয়, তার বাড়ির যে ৩ কর্মীর শরীরে করোনার জীবাণু ধরা পড়েছিল, চিকিৎসার পর তারাও সুস্থ হয়ে উঠেছেন বলে জানান বনি কাপুর।

শোবিজের অনেকেই করোনার হুমকিতে আছেন। কোভিড-১৯’র জীবাণু পাওয়া গেছে সাবেক ঋত্বিকপত্নী সুজান খানের বড় বোন ফারহা খানের বাড়ির এক পরিচারিকার শরীরেও। টেলিভিশন অভিনেত্রী দেবলিনা ভট্টাচার্যের রাধুনিও করোনায় আক্রান্ত হন বলে জানা যায়।

এমএবি/পিআর

আরও পড়ুন