করোনার আকালে নেটফ্লিক্সে গ্রাহক বেড়েছে ১৬ মিলিয়ন
‘কারও পৌষ মাস কারও সর্বনাস’ প্রবাদ বাক্যটি সব সময়ের জন্যই প্রযোজ্য। এই যেমন করোনাভাইরাসের দাপটে যখন সবার সর্বনাস হচ্ছে তখন চলছে মার্কিন বিনোদনধর্মী প্রতিষ্ঠান নেটফ্লিক্সের পৌষ মাস। করোনার আকালে গত কয়েক মাসে প্রতিষ্ঠানটির ১৬ মিলিয়ন গ্রাহক বেড়েছে।
জনপ্রিয় বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটি সূত্রে জানা গেছে, বিশ্বব্যাপী করোনার প্রকপ বেড়ে যাওয়ায় গত ১৩ বছরেরর ইতিহাসে এই প্রথম ৩ মাসে ১৬ মিলিয়ন গ্রাহক বেড়েছে প্রতিষ্ঠানটির। করোনা ভাইরাসের কারণে এই সংখ্যা আরও বাড়তে পারে।
এ প্রসঙ্গে নেটফ্লিক্সের সিইও রিড হেস্টিংস এক বার্তায় জানিয়েছেন, এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখা বা স্বাস্থ্যবিধি মেনে চলা যেমন প্রয়োজনীয়, তেমনই গুরুত্বপূর্ণ মনকে সতেজ ও সুস্থ রাখা। এই কঠিন সময়ে বাড়িতে বন্দি থাকার মুহূর্তগুলো মানুষের কাছে একটু সহনীয় করে তুলতে পারছি, এটাই আমাদের সামান্য অবদান।
নেটফ্লিক্স ১৯৯৭ সালের ২৯ আগস্ট মাসে রিড হ্যাস্টিংস এবং মার্ক রেন্ডোল্ফ দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের স্কটস ভ্যালি শহরে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে নেটফ্লিক্স বিশ্বের অন্যতম প্রধান একটি বিনোদন মাধ্যম।
এমএবি/পিআর