ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

করোনাভাইরাস থেকে মুক্তি পেতে যাচ্ছেন গায়িকা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০১:১৮ পিএম, ০৫ এপ্রিল ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিয়ম না মেনে সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড প্লেব্যাক গায়িকা কণিকা কাপুর। অবশেষে শনিবার তার কোভিড-১৯ পরীক্ষা করা হলে তা নেগেটিভ এসেছে। কণিকা বেশ সুস্থ রয়েছেন এখন।

বর্তমানে উত্তরপ্রদেশের সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন কণিকা।

জানা গেছে, এখনই হাসপাতাল ছাড়তে পারবেন না এই গায়িকা। আরো একটি পরীক্ষায় নেগেটিভ এলে হাসপাতাল থেকে মুক্তি পাবেন গায়িকা।

কণিকা কাপুর হাসপাতাল থেকে বেরিয়ে নিজের পরিবারের সঙ্গে দেখা করতে চান। যেতে চান নিজের সন্তানদের কাছে। গত ৯ মার্চ লন্ডন থেকে ফেরার পর বলিউডের জনপ্রিয় গায়িকা কণিকা কাপুরের সঙ্গে পার্টি করেন রাজস্থানের প্রাক্তন মু্খ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিদ্ধিয়া এবং তার ছেলে।

এরপর ২০ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকেই তিনি করোনার চিকিৎসা নিচ্ছেন। এর আগে পাঁচবার তার কোভিড-১৯ পরীক্ষা করা হয়, কিন্তু প্রত্যেকবারই পজিটিভ আসে।

এমএবি/পিআর

আরও পড়ুন