ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ব্যাটম্যান সেজে অসহায়দের ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন অভিনেতা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১:৪২ এএম, ০১ এপ্রিল ২০২০

করোনা ভাইরাসের আক্রমণে বিপর্যস্ত সারা দুনিয়া। বেশ কয়েকটি দেশের মতো এ ভাইরাসের সংক্রমণ কমাতে ভারতে চলছে লকডাউন।

এতে করে দৈনিক মজুরিতে কাজ করা শ্রমিকসহ রাস্তার পাশে থাকা মানুষদের অন্ন সংস্থানে দেখা দিচ্ছে সংকট। এসময় অন্নহীনদের মুখে খাবার তুলে দেয়ার দায়িত্ব নিলেন অভিনেতা আলি ফজল।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন আলি ফজল। সেখানে দেখা যাচ্ছে, কমিক চরিত্র ব্যাটম্যানের মতো পোশাক পরে, মুখে মাস্ক লাগিয়ে গাড়ি চালিয়ে বেড়াচ্ছেন আলি। করোনা ভাইরাস যেখানে মারণ থাবা বসিয়েছে, সেখানে কোনো মানুষ যাতে অভুক্ত না থাকে তার জন্য উদ্যোগ নিয়েছেন আলি।

মুম্বাইয়ের ভিল পার্লের পাশে পেট্রোল পাম্পসহ একাধিক জায়গায় ঘুরে বেড়িয়ে দুঃস্থদের খাবার বিতরণ করছেন আলি। তবে ভক্তরা যাতে তাকে দেখে এক জায়গায় জড়ো না হন, তার জন্যই ব্যাটম্যানের সাজে সামনে আসেন আলি।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ভিডিও প্রকাশ করতেই রিচা চাড্ডা সেখানে ভালবাসা প্রকাশ করেন। রিচার পাশাপাশি মান্যতা দত্ত, নিমরত কউরও সেখান আলিকে এগিয়ে য়াওয়ার জন্য উৎসাহ দিতে শুরু করেন।

দেখুন ভিডিও :

 
 
 
View this post on Instagram

A post shared by ali fazal (@alifazal9) on

এলএ/জেআইএম

আরও পড়ুন