ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শেষের মিশনে নেমেছে মিশন এক্সট্রিম

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০১:২৬ পিএম, ০৯ জানুয়ারি ২০২০

বাংলাদেশে প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। ২০১৭ সালে মুক্তি পায় এই ছবি। আরিফিন শুভ ও মাহিয়া মাহি জুটির ছবিটি দারুণ সাফল্য পায়। দীপঙ্কর দীপন পরিচালিত সেই ছবি দিয়ে সেরা অভিনেতা হিসেবে ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জয় করেছেন শুভ।

ব্যবসা ও প্রশংসার আকাশে নক্ষত্র হয়ে উঠা ‘ঢাকা অ্যাটাক’র পর এবার একই আমেজে আসছে ‘মিশন এক্সট্রিম’ ছবিটি। এ ছবি যৌথভাবে নির্মাণ করছেন সানী সানোয়ার ফয়সাল আহমেদ।

এখানেও পুলিশ অফিসার চরিত্রে নানা মিশন নিয়ে অপারেশনে নামতে দেখা যাবে অভিনেতা আরিফিন শুভকে। তার সঙ্গে আরও আছেন তাসকিন রহমান, ইরেশ যাকের, সাদিয়া নাবিলা, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, ঐশী প্রমুখ।

এরইমধ্যে পোস্টার উন্মোচনের মধ্য দিয়ে ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী রোজার ঈদে এটি প্রেক্ষাগৃহে আসবে। সে অনুযায়ী চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। জানা গেছে, বিরতি কাটিয়ে আবারও শুটিংয়ে ফিরেছে ‘মিশন এক্সট্রিম’ ছবির টিম। শেষ মুহূর্তের কিছু দৃশ্যের কাজ শুরু হয়েছে গত ৮ জানুয়ারি থেকে। রাজধানীর উত্তরায় একটানা ২২ জানুয়ারি পর্যন্ত চলবে দৃশ্যায়ণ।

এ যাত্রায় শুটিংয়ে অংশ নিয়েছেন এ ছবির নায়ক আরিফিন শুভ। তিনি জানান, ‘ছবিটির কিছু কাজ বাকি ছিল। সেগুলোই শেষ মুহূর্তে ঠিকঠাক গুছিয়ে নেওয়া হচ্ছে। এটাই শেষ পর্বের শুটিং।’

চলচ্চিত্রটির কাহিনিকার ও পরিচালক সানী সানোয়ার। তিনি জানান, ‘অ্যাকশন থ্রিলার হওয়ায় ভিএফক্সের কাজটি গুরুত্ব দিয়ে করা হচ্ছে। এজন্য সময় লাগছে। তবে রোজা ঈদের আগেই সবকিছু শেষ হবে।’

ছবিতে পুলিশ বাহিনীর বেশ কিছু সদস্যকে অভিনয় করতে দেখা যাবে। যা দর্শককে বাড়তি আনন্দ দেবে বলে মনে করছেন ছবির আরেক পরিচালক ফয়সাল আহমেদ। ‘মিশন এক্সট্রিম’ ছবিটি প্রযোজনা করছে কপ ক্রিয়েশন।

এলএ/জেআইএম

আরও পড়ুন