ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

অস্কারের তালিকা থেকে বাদ রণভীর-আলিয়ার ‘গলি বয়’

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৯

চলতি বছরেই ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছিল রণভীর সিং ও আলিয়া ভাট অভিনীত ‘গলি বয়’ সিনেমাটি। প্রথমবার জুটি বেঁধেই দর্শকের মন জয় করেছিলেন তারা। মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভেসেছে ছবিটি। হয়েছে ব্যবসা সফলও।

এবার ৯২তম অস্কারে সেরা আন্তর্জাতিক বিদেশি ভাষার ছবি হিসেবে ভারত থেকে অংশ নিয়েছিলো রণভীর সিং ও আলিয়া ভাটের ছবি ‘গলি বয়’। দুঃসংবাদ হলো অস্কারের শর্টলিস্ট থেকে বাদ পড়ে গেলো সিনেমাটি। অনেক সিনেমার মধ্য থেকে ১০টি সিনেমা বাছাই করেছে অস্কার জুরিবোর্ড। যার মধ্যে ফারহান আখতার পরিচালিত ‘গলিবয়’ নেই।

শর্টলিস্ট সিনেমাগুলির মধ্যে স্থান পেয়েছে ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, সেনেগাল, স্পেন, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, উত্তর ম্যাকেডোনিয়া, পোল্যান্ড ও রাশিয়ার ফিল্মের নাম। গলিবয় সিনেমায় আরও অভিনয় করেছেন কল্কি কোয়েচলিন, বিজয় রাজ, সিদ্ধান্ত চতুর্বেদী ও অম্রুতা সুভাষ। সিনেমাটি প্রযোজনা করছে ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট।

মুম্বাই-এর রাস্তা ও বস্তি থেকে উঠে আসা এক ব্যক্তি র‌্যাপ-এর মাধ্যমে কীভাবে একজন জনপ্রিয় শিল্পী হয়ে ওঠেন, তার জীবনের লড়াই ও স্বপ্নের পিছনে দৌড়ের গল্পই দেখানো হয়েছে গলিবয় সিনেমায়। প্রসঙ্গত, ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান।

এমএবি/এলএ/পিআর

আরও পড়ুন