ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

অসহায় মানুষদের জন্য ৫১ লক্ষ টাকা দিলেন অমিতাভ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১:৫৭ এএম, ২৫ জুলাই ২০১৯

বন্যা পরিস্থিতি ধীরে ধীরে ভয়ংকর হচ্ছে। ভারতের আসামে বন্যায় মৃত্যু হয়েছে প্রায় ২৫ জন মানুষের। ৩ লক্ষ মানুষ নিজেদের বাড়ি-ঘর হারিয়েছেন। ৩৩টি জেলার ৭ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার আসামের বন্যা দুর্গত অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। আসামের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ লক্ষ টাকা অনুদান দিলেন তিনি।

অমিতাভ বচ্চনের এই অনুদানের কথা টুইট করে জানিয়েছেন, সেরাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। অমিতাভকে ধন্যবাদ জানিয়ে তিনি নিজের টুইটারে লিখেছেন, ‘ত্রাণ তহবিলে অমিতাভ বচ্চন-জীর ৫১ লক্ষ টাকা অনুদানের জন্য আসামবাসী হিসাবে আমি উনার কাছে কৃতজ্ঞ।’

এদিকে আসামের মুখ্যমন্ত্রীর টুইটের উত্তরে পাল্টা টুইট করেছেন বিগ বি। দেশের সকল মানুষকে আসাবাসীর পাশে থাকার অনুরোধ করে তিনি লিখেছেন, ‘অসমের অবস্থা এখন প্রতিকূল। বন্যায় বহু ক্ষতি হয়েছে। আমার আসামের ভাইবোনেদের পাশে থাকতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে আমি এই অনুদান দিয়েছি। আপনিও দিয়েছেন কি?’

প্রসঙ্গত, এর আগে অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা এবং কাজিরাঙা জাতীয় উদ্যানের জন্য ১ কোটি টাকা অনুদান দিয়েছেন অক্ষয় কুমার।

এমএবি/জেআইএম

আরও পড়ুন