ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

কাউকে গোনায় ধরেন না সানি লিওন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ০৯ জুলাই ২০১৯

বলিউড অভিনেত্রী সানি লিওন মানেই আলোচনা। তিনি যেখানে যান সেখানেই উত্তাপ ছড়ায় তার গ্ল্যামার আর সৌন্দর্য্য। সেই সুবাদে সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান ফলোয়ারের সংখ্যাটাও দীর্ঘ।

তিনি আর বিতর্ক হাত ধরাধরি করেই চলেন। তাই নিজের কাজকর্মের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ট্রলিংয়ের শিকার হতে হয় তাকে। কিন্তু সেই সব ট্রল নিয়ে কোনোরকম মাথাব্যথা নাকি নেই তার। নিজেই জানিয়ে দিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন।

গত ৮ জুলাই ইন্ডিয়ান লাইসেন্সিং এক্সপো ২০১৯ এ গিয়েছিলেন সানি। সেখানে তিনি নিজের মালিকানাধীন অন্তর্বাসের ব্রান্ড ‘স্টার ট্রাক বাই সানি লিওন’ লঞ্চ করেন। সেখানেই তাকে জিজ্ঞাসা করা হয়, আপনার পোশাক নিয়ে লোকজন যখন বিদ্রুপ করে সোশ্যাল মিডিয়ায় তখন আপনার কেমন লাগে?

প্রশ্নের উত্তরে বলিউড অভিনেত্রী বলেন, ‘আমি সেলিব্রিটি। রোজ আমাকে বিভিন্ন বিষয় নিয়ে ট্রলড হতে হয়। এইসব মানিয়ে নিতে শিখে গেছি। এগুলোকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করি না।’

এদিন পোশাক পরা নিয়েও নিজের মতামত ব্যক্ত করেছেন সানি। তার যখন যে পোশাক পরার ইচ্ছা হয় তখন সেটাই পরেন বলে জানালেন।

এদিকে ‘অর্জুন পাতিয়ালা’ ছবিতে অভিনয় করার কথা স্বীকার করেছেন সানি। সেইসঙ্গে তার অভিনীত ‘কোকাকোলা’ ছবিটিও এ বছরই মুক্তি পাবে।

এলএ/জেআইএম

আরও পড়ুন