ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ঈদে বোনের কাছ থেকে যে উপহার পেলেন শাহরুখ!

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৮ এএম, ০৬ জুন ২০১৯

আবদার করলে কি বোন কখনও না বলতে পারে? আর দাদা যদি হয় ‘বলিউড বাদশা’ খোদ শাহরুখ খান!

জানা গেছে, ঈদ উপলক্ষে পাকিস্তানের পেশোয়ারের বাসিন্দা বোনের কাছ থেকে বিশেষ উপহার চেয়েছেন শাহরুখ। আর কী উপহার তিনি চেয়েছেন জানেন? নিজের এবং ছেলে আরিয়ানের জন্য ‘পেশোয়ারি চপ্পল’-এর আবদার করেছেন কিং খান।

এই বোনের সূত্রেই পেশোয়ারের সঙ্গে শাহরুখের একটা বিশেষ সম্পর্ক রয়েছে।

southeast

সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাত্কারে শাহরুখের বোন নূর জাহান জানান, কিছু দিন আগে তার কাছে পেশোয়ারি চপ্পল উপহার হিসেবে চান শাহরুখ। তবে শুধু নিজের জন্য নয়, আরিয়ানের জন্যও চেয়েছেন তিনি।

নূর জাহান বলেন, তিনি দাদার জন্য কিনেছেন একটা কালো রঙের চপ্পল আর ভাইপোর জন্য পছন্দ করেছেন খয়েরি রঙের। দাদার ইচ্ছা তিনি ইতিমধ্যেই পূরণ করেছেন এবং ডাক-যোগে পাঠিয়েও দিয়েছেন পেশোয়ারের এই ঐতিহ্যবাহী চপ্পল।

সূত্র: ইন্ডিয়া টাইমস

জেএইচ/এমএস

আরও পড়ুন