ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

টুইটারে শাহরুখ-অমিতাভের খুনসুটি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৫:১০ পিএম, ১০ এপ্রিল ২০১৯

বলিউডের দুই উজ্জ্বল নক্ষত্র অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। অমিতাভ বচ্চন পরিচিত বলিউড শাহেনশাহ হিসেবে আর শাহরুখ খান তো বলিউড বাদশার সিহাংসনটিতে বসেই আছেন অনেক আগে থেকে। দুই সময়ের এই দুই তারকা ব্যাক্তিগত সম্পর্কটা বেশ মধুর।

সম্প্রতি অমিতাভ বচ্চন কাজ করেছেন ‘বাদলা’ নামের একটি ছবিতে। ছবিটির প্রযোজনা করেছেন শাহরুখ খান। ছবিটিতে আইনজীবির চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন অমিতাভ, তবে কেউ সেটার প্রাপ্তি স্বীকার না করায় নিজের মনের দুঃখ প্রকাশ করতে টুইটারকেই বেছে নেন বিগ বি।

আর টুইটারে তিনি লিখেন ‘ভালো বক্স অফিস রিপোর্ট না আসলে আজকাল আর কেউ প্রশংসা করেন না, বাদলার প্রযোজক, পরিচালক, পরিবেশক এমনকি অনলাইন পরিবেশক ও আমাকে সাধুবাদ জানালো না’। বিষয়টি নিয়ে মজার ছলেই দুঃখ প্রকাশ করেন অমিতাভ বচ্চন।

আর সেই টুইটারের পাল্টা উত্তর দেন শাহরুখ, সেখানে তিনি বলেন ‘আরে অমিতাভ জি আমরা তো অপেক্ষা করে আছি আপনি কখন পার্টি দিবেন, সে পার্টির আশায় আপনার ‘জলসা ঘরের’
বাহিরে দিনরাত অপেক্ষা করছি।’

এ কথার উত্তরে অমিতাভ বলেন ‘প্রযোজক সাহেব প্রমোশন আমরা করলাম, এখন পার্টিটাও আমিই দিবো?’ তাদের টুইটের এই খুনসুটিতে বেশ আনন্দ পেয়েছেন ভক্তরা।

প্রসঙ্গত, অমিতাভ বচ্চন বর্তমানে কাজ শুরু করেছেন নাগরাজ মাঞ্জুলির ‘ঝান্ড’ ছবিতে।

আরএএইচ/এমএবি/এমএস

আরও পড়ুন