ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ভারতীয় গুপ্তচর সংস্থার হয়ে পাকিস্তান যাচ্ছেন জন আব্রাহাম

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১:১৩ এএম, ০৫ মার্চ ২০১৯

কখনো তিনি রোমিও, কখনও আকবার, আবার কখনও বা ওয়ালটার। ভারতীয় গুপ্তচর সংস্থার হয়ে কাজ করার জন্য এভাবেই বারবার রূপ বদলাতে হচ্ছে জন আব্রাহামকে। তবে এটা রিয়েল লাইফে নয়, সিনেমাতে।

সোমবারই মুক্তি পেয়েছে জন আব্রাহামের ছবি রোমিও আকবর ওয়ালটার অর্থাৎ ‘র’-এর ট্রেলার। ছবির প্রেক্ষাপট ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ। ছবিতে ভারতের গুপ্তচর সংস্থার হয়ে পাকিস্তানে পৌঁছে যেতে দেখা যাবে অভিনেতা জনকে।

ছবির ট্রেলারের শুরুতে জনের মুখে শোনা যাবে বিশেষ ডায়ালগ। যাতে একজন সাধারণ মানুষ থেকে তাকে বিশেষ গুরুত্বপূর্ণ করে তোলার জন্য, আত্মীয়দের কাছে তার গ্রহণযোগ্যতা প্রমাণ ও জীবনকে আসল উদ্দেশ্য খুঁজে দেয়ার জন্য বিশেষ কাউকে ধন্যবাদ জানাতে দেখা গেছে অভিনেতাকে। এ থেকেই আন্দাজ করা যায়, একজন অতি সাধারণ এক ব্যক্তিকে দেশের গুপ্তচর সংস্থার হয়ে কাজ করতে পাঠানো হবে তাকে। আর এভাবেই বদলে যাবে তার জীবন। দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে পাকিস্তানে পৌঁছবেন জন।

এই ছবিতে জন আব্রাহাম ছাড়াও দেখা যাবে জ্যাকি শ্রফ ও মৌনি রায়কে। আগামী ৫ এপ্রিল মুক্তি পাবে ‘র’। ছবিটি পরিচালনা করেছেন রবি গ্রেওয়াল।

সূত্র: জি নিউজ

এসআর/এমকেএইচ

আরও পড়ুন