ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

নজরকাড়া কোমর দুলিয়ে আলোচনায় নেহা (ভিডিও)

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৯:০৮ এএম, ২৪ ডিসেম্বর ২০১৮

নেহা কক্কর গায়িকা হিসেবে ইতোমধ্যেই জনপ্রিয়তা পেয়েছেন। সম্প্রতি যে কটি গানের রিমিক্স হয়েছে, সেই সব গানই গেয়েছেন নেহা। একটি ভারতীয় চ্যানেলে বিচারক হিসেবেও কাজ করছেন তিনি। তবে তিনি যে গানের সঙ্গে এত ভাল নাচ করেন, সেটা অনেকেরই জানা ছিল না।

সুরের পাশাপাশি এখন কোমর দুলিয়ে নেটদুনিয়া মাতাচ্ছেন লাস্যময়ী এই গায়িকা। এবার তার গাওয়া রিমিক্স গান ‘আখ মারে ও লড়কি’-র সঙ্গে দুর্দান্ত নাচলেন তিনি। ইতিমধ্যে সুরকার তনিষ্ক বাগচী যে গানগুলির রিমিক্স করেছেন, যথা ‘ছম্মা ছম্মা’,‘দিলবার দিলবার’ বা ‘গলি গলি মে ফিরতা হ্যায়’ প্রভৃতি সব গানেরই গায়িকা নেহা কক্কর।

সাম্প্রতিক এইসব রিমিক্স গানগুলো খুবই জনপ্রিয় হয়েছে। তবে এবার এসব গানের তালে নেচে আলোচনায় গায়িকা। নাচে তাকে সঙ্গ দেন সুরকার তনিষ্ক বাগচীও। সেই ভাইরাল ভিডিও নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করলেন নায়িকা।

 
 
 
View this post on Instagram

A post shared by Neha Kakkar (@nehakakkar) on

এসআর/জেআইএম

আরও পড়ুন