ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বলিউডের বিখ্যাত নারী পরিচালক কল্পনার মৃত্যু

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮

পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন ভারতীয় সিনেমার মহিলা পরিচালকদের অন্যতম মুখ কল্পনা লাজমী। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। কল্পনা লাজমীর মৃত্যুতে শোকের ছায়া সিনেমার কলাকুশলী, দর্শক সব মহলে।

জানা গেছে, রোববার সকাল সাড়ে চারটায় কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কল্পনা। দীর্ঘদিন ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন।

কল্পনা ছিলেন বিখ্যাত চিত্রশিল্পী ললিতা লাজমীর মেয়ে এবং গুরু দত্তের ভাইঝি। সিনেমায় তিনি যাত্রা করেন শ্যাম বেনেগালের সহকারী হিসেবে। শাবানাা আজমী ও নাসিরুদ্দিন শাহ অভিনীত তার প্রথম ছবি ‘এক পল’ (১৯৮৬) নজর কেড়েছিল সমলোচকদের।

তার পরে রুদালী (১৯৯৩), দমন (২০০১), দারমিয়ান (১৯৯৭) ছবিগুলো আন্তর্জাতিক পরিসরে ভারতীয় সিনেমাকে এক নতুন মাত্রা দিয়েছিল। কল্পনা লাজমীও নিজেকে নিয়ে গিয়েছিলেন অন্যরকম উচ্চতায়।

২০০৬ সালে কল্পনার শেষ ছবি ‘চিঙ্গারি’ মুক্তি পায়। ছবির গল্প তার সঙ্গী ভূপেন হাজারিকার লেখা।

এলএ/এমএস

আরও পড়ুন