জন আব্রাহামের ছবির বিরুদ্ধে মামলা
মুক্তির আগেই আটকে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে জন আব্রাহাম অভিনীত ছবি ‘সত্যমভ জয়তে’। ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগের মুখে পড়েছে ছবিটি। এর পরিচালক মিলাপ মিলান জাভেরীর বিপক্ষে মামলাও হয়েছে।
এই মামলাটি করেছে ভারতের হায়দারাবাদের শিয়া সম্প্রদায়। তারা দাবি তুলেছেন, ছবিটি যেন কোনোভাবেই মুক্তি না পায়।
জানা গেছে, ছবিটির একটি দৃশ্যে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় মাতম অনুষ্ঠানের কিছু দৃশ্য দেখানো হয়। যা অসামাঞ্জস্যপূর্ণ এবং ধর্মকে হেয় করা হয়েছে বলে দাবি শিয়াদের। এমন অভিযোগ করেছেন হায়দারাবাদের শিয়া সম্প্রদায়ের প্রধান নাসির হায়দার।
হায়দারাবাদের ডেপুটি কমিশনারের নিকট এই অভিযোগ দায়ের করেছেন তিনি। তাদের দাবি অনুযায়ী ছবিটির এই দৃশ্যটি কর্তনের আগে যেনো ছবিটি মুক্তি দেয়া না হয়।
ছবিটিতে জন আব্রাহামারে পাশাপাশি আরও অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী, আয়শা শর্মা, নোরা ফাতেহী, অম্রুতা প্রমুখ। ছবিটি ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্টে মুক্তি পাবে।
আরএএইচ/এলএ/জেআইএম