ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

রেস থ্রির ব্যতিক্রম পোস্টার নিয়ে সালমানের টুইট

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০১:১০ পিএম, ২৭ মার্চ ২০১৮

অবশেষে প্রকাশিত হলো বলিউড সুপার স্টার সালমান খানের প্রতিক্ষিত ছবি রেস থ্রির পোস্টার। টুইটারে সালমান খান তার ভক্তদের উদ্দেশ্যে রেস থ্রি ছবির পোস্টার শেয়ার করেছেন। সাধারণ সিনেমার পোস্টারে নায়ক কিংবা নায়িকার আধিক্য লক্ষ্য করা যায়। কিন্তু রেস থ্রির পোস্টারে দেখা যাচ্ছে ব্যতিক্রম।

সালমান খান এই পোস্টার টুইট করে ক্যাপশনে লেখেন, ‘এই হল রেস থ্রি পরিবার। তাহলে রেস শুরু করা যাক। এই পোস্টারে রেস থ্রি গোটা কাস্টকে(কলা-কুশলী) দেখা গেছে। ছবির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।’

পোষ্টারে দেখা যাচ্ছে সবার সামনে রাজকীয় চেয়ারে বসে আছেন সালমান খান। তার পাশে চেয়ার ঘেঁষে দাঁড়িয়ে জ্যাকুলিন ফার্নান্দেজ। এছাড়াও অনিল কাপুর, ববি দেওল, শাকিব সেলিম ও ডেইজি শাহ রয়েছেন তাদের পেছনে।

পোস্টারটির গায়ে ট্যাগ লাইন দেওয়া হয়েছে, ‘আপনার শত্রু থাকার দরকার নেই, যখন আপনার কাছে পরিবার থাকবে’। দর্শকরা পোস্টারটি বেশ পছন্দ করছে।

মজার বিষয় হলো এই ছবিটির মাধ্যমেই বহু বছর পর বড় পর্দায় দেখা যাবে ববি দেওলকে। ছবিটি পরিচালনা করছেন কোরিওগ্রাফার রেমো ডি’সুজা। এই বছর ঈদে ছবিটি মুক্তি পাবে বলে জানানো হয়েছে।

এমএবি/এলএ/পিআর

আরও পড়ুন