ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ইরফানের রোগ নিয়ে বললেন তার স্ত্রী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ১০ মার্চ ২০১৮

বলিউডের জনপ্রিয় নায়ক ইরফান খান নিজেই টুইট করে জানিয়ে ছিলেন একটি বিরল রোগে আক্রান্ত হয়েছেন তিনি। এরপর তার রোগ খুঁজতে গিয়ে জল ঘোলা হয়ে গেছে অনেক। সংবাদ মাধ্যমে প্রকাশ হয়, ব্রেন ক্যান্সারে আক্রান্ত ইরফান। সকল গুঞ্জনের অবসান ঘটাতে এবার ইরফানের অসুস্থতা নিয়ে মুখ খুললেন তার স্ত্রী সুতপা সিকদার।

একটি ফেসবুক পোস্টের মাধ্যমে সুতপা এই প্রসঙ্গে লিখেছেন, ‘আমার সবচেয়ে ভালো বন্ধু ও আমার জীবনসঙ্গী একজন যোদ্ধা। তিনি সমস্ত বাধা অনেক সুন্দর করে লড়ে জিতে নিয়েছেন। আমি আপনাদের ফোন এবং মেসেজের জবাব না দিতে পারায় ক্ষমা চাইছি। কিন্তু আপনাদের সবাইকে জানাতে চাই, দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা তার জন্য আপনাদের সবার প্রার্থনা এবং চিন্তার জন্য আমি ঋণী থাকবো জীবন। আমি আমার সঙ্গী এবং ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমাকেও তার মতো যোদ্ধা বানানোর জন্য। এই মুহূর্তে আমার মূল লক্ষ্য যুদ্ধের ময়দান, যা আমাকে জয় করতে হবে।’

সুতপা আরও লিখেছেন, ‘এটা কখনোই সহজ নয় এবং ছিলও না কোনদিন। কিন্তু পরিবার, বন্ধু ও ভক্তদের কাছ থেকে পাওয়া প্রার্থনা আমাকে যুদ্ধ জয়ের আশা দিচ্ছে। আমি জানি সবার কৌতূহল তার অসুস্থতা নিয়ে। কিন্তু আমি চাই আপনারা এই নিয়ে কৌতূহল প্রকাশ করুন আমাদের এখন কি করা উচিত। আপনাদের মূল্যবান শক্তি এই কৌতূহলে অপচয় না করে এটি ভাবুন কী করে এর থেকে প্রতিকার পাওয়া যায়। আপনাদের কাছে আমার এতটুকু চাওয়া, জীবনের গান করুন এবং জীবন যুদ্ধে জয়ের জন্য মনযোগী হন। আমার পরিবার খুব শিগগিরই আপনাদের সঙ্গে যোগ দেবেন। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই।’

ইরফান আসলে কী রোগে ভুগছেন এই বিষয়টি স্পস্ট হয়নি তার স্ত্রীর স্ট্যাটাসে। কারণ এখনও অজানা বিষয়টি।

ইরফান অভিনীত শেষ মুক্তি পাওয়া সিনেমা ছিল ‘কারিব কারিব সিঙ্গেল’। এরপর আগামী ৬ এপ্রিল মুক্তি পাওয়ার কথা তার কমেডি ভিত্তিক ‘ব্ল্যাকমেল’ সিনেমাটি। যদিও তার অসুস্থতার কারণে কিছুদিন আগে জানানো হয়েছিলো, সিনেমাটির মুক্তি পিছিয়ে দেওয়া হতে পারে।

এমএবি/জেআইএম

আরও পড়ুন