ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

নতুন অভিজ্ঞতার অপেক্ষায় জ্যাকলিন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০১:২২ পিএম, ২৭ জানুয়ারি ২০১৮

‘জুডুয়া ২’ এর সাফল্যের পর জ্যাকলিন এখন বেশ চনমনে শ্রীলংকান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ। নতুন বছরে নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছেন তিনি। এরইমধ্যে করণ জোহরের প্রযোজনায় কাজ করতে যাচ্ছেন নতুন ছবি ‘ড্রাইভ’।

এই ছবিটি বেশ কিছু নতুন অভিজ্ঞতা নিয়ে অপেক্ষা করছে জ্যাকলিনের জন্য। এই ছবি দিয়ে প্রথমবারের মতো ইসরায়েলের মাটিতে ভারতীয় কোনো ছবির শুটিং হতে চলল। তবে শুটিংয়েই সীমাবদ্ধ নয়, আরেকটু এগিয়ে সে দেশে ছবির মুক্তির কথাও চিন্তা-ভাবনা করছেন প্রযোজকরা।

পাশাপাশি ‘ড্রাইভ’ দিয়ে প্রথমবারের মতো সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটি বাঁধছেন জ্যাকলিন ফার্নান্দেজ। এটি পরিচালনা করবেন তরুণ মনসুখানির। ইনস্ট্রাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন সুশান্ত। সেখানে দেখা গেছে, মনোক্রোম মুডে একে অপরের দিকে স্থির নয়নে চেয়ে আছেন সুশান্ত এবং জ্যাকলিন। এর ক্যাপশনে জুড়ে দিয়েছেন ‘ড্রাইভের সেটে কার চোখের পাতা আগে পড়ে দেখা যাক।’

কানাঘুষা শোনা গিয়েছিল যে ড্রাইভ ছবিতে সুশান্ত সিংহ রাজপুতের একটি নগ্ন দৃশ্য রয়েছে। যা নিয়ে সুশান্তের বক্তব্য ‘চিত্রনাট্যের প্রয়োজনে আমার নগ্ন হতে কোনো অসুবিধা নেই।’ আর নতুন ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত জ্যাকলিন। তিনি জানান, ‘প্রথমবার সুশান্তর সঙ্গে, প্রথমবার ইসরায়েলে শুটিং। দারুণ অভিজ্ঞতার অপেক্ষায়।’

এলএ/এমএস

আরও পড়ুন