ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

পাকিস্তানে মুক্তি পাচ্ছে পদ্মাবত

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২৫ জানুয়ারি ২০১৮

বলিউডের বিতর্কিত ছবি ‘পদ্মাবত’। এর মুক্তি নিয়ে তোলপাড় হয়ে গেল বলিউড। এতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, শহীদ কাপুর ও রণভীর সিং।

পদ্মাবত ছবি ঘিরে ভারতের কয়েকটি রাজ্যে চলছে ধুন্ধুমার কাণ্ড। রাজপুত সংগঠনগুলির দাবি, এই ছবিতে রানি পদ্মিনীকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি। তারই প্রতিবাদে তাণ্ডব। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকলেও বিজেপি শাসিত কয়েকটি রাজ্য ছবি প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি উগ্র রাজপুত সংগঠনের প্রবল তাণ্ডবে ছড়িয়েছে ভয়।

তবে ছবিটি সেন্সরে ছাড়পত্র পেয়েছে পাকিস্তানে। ফলে দেশটিতে তীব্র আগ্রহ তৈরি হয়েছে এই ছবিকে ঘিরে। আগামী মাসেই ছবিটি সেখানে মুক্তি পাবার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, ভারতীয় সিনেমার বেশ মজবুত বাজার বলা যায় পাকিস্তানের ললিউডকে। সেখানে অনেক সময়ই দেখা যায় হিন্দি ছবি নিষিদ্ধ করা হয় নানা ইস্যুতে। তবুও গোপনে মুক্তি পায় সেসব ছবি এবং ভালো ব্যবসাও করে। ধারণা করা হচ্ছে ‘পদ্মাবত’ও খুব ভালো ব্যবসা করবে পাকিস্তানে।

এলএ/আইআই

আরও পড়ুন