ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

নতুন ছবিতে কাজল

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৩:১৭ পিএম, ২৫ জানুয়ারি ২০১৮

আগের মতো অভিনয়ে নিয়মিত নন। বিয়ে, সংসার, সন্তান পর্ব নিয়েই বেশি ব্যস্ততা তার। গেল কয়েক বছর ধরে বলা চলে প্রতি বছর একটি করে সিনেমা করছেন তিনি। সেই ধারাবাহিকতায় নতুন বছরে নতুন ছবিতে কাজ করতে চলেছেন মিসেস অজয় দেবগণ।

আরও একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন কাজল। ছবির কাজ শুরু হবে ২৪ জানুয়ারি থেকে। নাম ‘এলা’। এটি প্রযোজনা করবেন তার স্বামী অজয় দেবগণ।

সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের নতুন ছবি নিয়ে কথা বলেন তিনি। সেখানে ছবির গল্পটাও বলে দিলেন কাজল। একক মাতৃত্বের গল্প। ছবিতে দেখা যাবে কাজল ওরফে এলা এক ডিভোর্সি মা। সন্তান পালন করার পাশাপাশি সে নিজেও জীবনে দাঁড়াতে চায়। গায়িকা হিসেবে নাম করতে চায়। একজন মহিলার জীবনের এই লড়াইটা তুলে ধরা হয়েছে এলা ছবিতে।

এমন গল্প পেয়ে দারুণ খুশি কাজল। বললেন, ‘ভিআইপি ২’-তে স্মার্ট বিজনেস ওম্যান। এবার এলায় ঘরোয়া অথচ দৃঢ়চেতা এক মহিলা। ভার্সিটিলিটি বরাবরই কাজলের স্ট্রং পয়েন্ট।

এলএ/আইআই

আরও পড়ুন