ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

দীপিকার কাছে চুমুর জন্য সেরা রণভীর সিং

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ২৪ জানুয়ারি ২০১৮

বলিউডের তারকা জুটি দীপিকা পাড়ুকোন ও রণভীর সিংয়ের প্রেমের গল্প এখন আর কারো অজানা নয়। প্রেম নিয়ে লুকোছাপাও করেন না এ তারকারা। শোনা যাচ্ছে দুই পরিবারের সম্মতিতে এ বছরই বিয়ের গাঁটছাড়া বাধবেন।

তবে তার আগেই প্রেমিক রণভীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ প্রেমিকা দীপিকা। সম্প্রতি বলিউড তারকা নেহা ধুপিয়ার উপস্থাপনায় একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সেখানে নানান বিষয় নিয়ে কথা বলেন এ তারকা।

অনুষ্ঠানের এক পর্যায়ে দীপিকার উদ্দেশ্যে প্রশ্ন করা হয় বলিউডের সেরা ‘কিসার’ মনে করেন কাকে? উত্তরে দীপিকা একটু হাসির ছলেই জানালেন, তার কাছে মনে হয় রণভীর সিং বলিউডের সেরা কিসার। প্রেমিকের মন রাখতেই এমন উত্তর দিয়েছেন তা বলার ধরন দেখেই বোঝা যাচ্ছে।

মুক্তির অপেক্ষায় আছে দীপিকা অভিনীত ছবি ‘পদ্মাবত’। নানান বিতর্কের পর অবশেষে আগামী ২৫ তারিখ মুক্তি পেতে যাচ্ছে পদ্মাবত ছবিটি।

আরএএইচ/এলএ/আইআই

আরও পড়ুন