প্রেমিকের সঙ্গে কোথায় সময় কাটাচ্ছেন রাশমিকা

ভারতের ‘জাতীয় ক্রাশ’ খ্যাত নায়িকা রাশমিকা মান্দানা। তিনি বালি আর সমুদ্রের মাঝে বসে তোলা ছবি তার সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন। আবার বিজয়ের ইনস্টাগ্রামের ছবিতেও বালি আর সমুদ্র। আর তা দেখে রহস্যের গন্ধ পাচ্ছেন অনুরাগীরা। এর সঙ্গত কারণও রয়েছে। রাশমিকা ও বিজয় দেবারাকোন্ডার প্রেমের গুঞ্জন বলিউড ও দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির আশপাশে কান পাতলেই শোনা যায়। তাই সবাই মনে করছেন এবারও রাশমিকার জন্মদিনে কি জুটিতে সময় কাটালেন দুজনে। ইনস্টাগ্রামের ছবি তাদের প্রেমের গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে।
View this post on Instagram
গত ৫ এপ্রিল ছিল রাশমিকা মান্দানার ২৯তম জন্মদিন। রোববার ইনস্টাগ্রামে চারটি ছবি পোস্ট করেছেন রাশমিকা। পরনে স্লিভলেস কালো টপ এবং স্ট্রাইপড পাজামা। হালকা মেকআপের ওই ছবিতেও যেন নেটদুনিয়ায় আগুন জ্বালিয়েছেন তিনি। এর পরদিন আবার ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন বিজয়। কোনো ছবিতে বিজয় বালির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। আবার কোনো ছবিতে দেখা গেছে সমুদ্রের পাড়ে ঘোড়ার পিঠে চড়ছেন অভিনেতা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আরও পড়ুন:
রাশমিকা ও বিজয়ের ছবি দেখে বিস্মিত হয়েছেন অনুরাগীরা। বালি ও সমুদ্র দেখে তাদের অনুমান, একই জায়গায় রয়েছেন দুজনে। যদিও এই প্রথমবার নয়। গত বছরেও আরব আমিরাতে বিজয়ের সঙ্গে জন্মদিন পালন করেন রাশমিকা। সোশ্যাল মিডিয়ায় সে ছবি ভাইরালও হয়ে যায়। যদিও সে বিষয়ে বিজয় কিংবা রাশমিকা নিশ্চুপ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
View this post on Instagram
দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্দানা বলিউডে সমান জনপ্রিয়।‘পুষ্পা’ সিনেমায় তার ‘স্বামী স্বামী’নাচ দেখে গোটা সবার হৃদয়ে ঝড় উঠেছে। তারপর ‘অ্যানিম্যাল’সিনেমাতেও নজর কেড়েছেন তিনি। সেই রাশমিকাই নাকি পেয়ে গেছেন তার প্রাণের স্বামীকে! গুঞ্জন বলছে, দক্ষিণী অভিনেতা বিজয় দেবারাকোন্ডার সঙ্গেই নাকি সাত পাকে বাঁধাও পড়তে যাচ্ছেন এ নায়িকা। বিয়ের পিঁড়িতে কবে যাবেন দক্ষিণের এ সুন্দরী, সেটাই সবার জানতে চাওয়ার বিষয়।
এমএমএফ/এমএস
আরও পড়ুন
বিজ্ঞাপন