গৌরীকে প্রকাশ্যে আনার পর আমিরের প্রথম ঈদ যেমন কেটেছে

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত তারকা আমির খান। তিনি চলতি মাসে জন্মদিনে তার প্রেমিকাকে প্রকাশ্যে আনেন। শুধু সংবাদমাধ্যম নয়, প্রেমিকা গৌরীর সঙ্গে পরিবারের সদস্যদেরও পরিচয়ও করিয়ে দিয়েছেন এ অভিনেতা।
গৌরীকে প্রকাশ্যে আনার পর আমিরের এটা প্রথম ঈদ। যদিও বিভিন্ন উৎসবের সময় শুধু বর্তমান নয়, দুই সাবেক স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাও আমিরের বাড়িতে এসেছিলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আমিরের ফ্ল্যাটে প্রতি বছরের মতো এ বছরও ইদ উদযাপন করল খান পরিবার। সাদা পাঞ্জাবিতে অভিনেতাকে দেখা গেছে। আমির খান আগেই জানিয়েছিলে, সম্পর্ক ভেঙে গেলেও সাবেক দুই স্ত্রী তার বন্ধুর মতো। তারা সবাই মিলে একটাই পরিবার। সবার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। তাই আমিরের বাড়ির ঈদে রিনা এলেন। কিরণ এলেন তার ছেলে আজাদকে সঙ্গে নিয়ে। বড় ছেলে জুনেইদ ও আজাদকে নিয়ে বাড়ির বাইরে আসেন অভিনেতা, শুভেচ্ছাবার্তা দেন সবাইকে।
- আরও পড়ুন:
- ঈদের শুভেচ্ছায় যা বললেন শাহরুখ খান
- বুলেটপ্রুফ গ্লাসের ভেতর থেকে ঈদের দিন দেখা দিলেন ভাইজান
যদিও প্রেমিকা গৌরীকে এদিন প্রকাশ্যে দেখা যায়নি। জানা গেছে, সাবেক ও বর্তমান সবাইকে সঙ্গে নিয়ে খুশির ঈদ উদযাপন করলেন আমির খান।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এমএমএফ/এএসএম
আরও পড়ুন
বিজ্ঞাপন