আসছে তারিনের প্রথম কাব্যগ্রন্থ ‘কথা ছিলো সুবিনয়’
অমর একুশে বইমেলা উপলক্ষে আসছে কবি মিজবাহুল জান্নাত তারিনের প্রথম কাব্যগ্রন্থ ‘কথা ছিলো সুবিনয়’। বইটির প্রচ্ছদ করেছেন শামীম আরেফিন। প্রকাশ করছে প্রকাশনা প্রতিষ্ঠান দূরবীন। পরিবেশক কিংবদন্তী পাবলিকেশন। বইটির প্রি-অর্ডার চলছে।
বইটি সম্পর্কে কবি বলেন, ‘বইটিতে আমি ধারালো শব্দের স্টোরহাউজে নিজের অভিজ্ঞতাকে উপস্থাপন করেছি ভিন্নভাবে। বইয়ের প্রত্যেকটি বাক্য অত্যন্ত সরল অথচ গভীর। কারণ আমি বিশ্বাস করি, প্রতিটি মানুষের জীবনেই এমন কিছু মুহূর্ত থাকে, যা তাকে বদলে দেয়। এই বই সেসব মুহূর্তকে ধরে রাখার এবং পাঠকদের সাথে ভাগ করে নেওয়ার এক ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।’
তিনি বলেন, ‘একাকিত্ব, আত্মঅনুসন্ধান এবং জীবনের অনিশ্চিত পথে এগিয়ে চলার গল্প দিয়ে মোড়ানো বইটি পাঠকদের অন্যরকম অভিজ্ঞতার স্বাদ দেবে। কেউ কেউ বলছেন, এটি আত্মার খোরাক, আবার কেউ বলছেন, ‘বইটি আমাকে আমার নিজের জীবনের গল্প বলেছে।’ কবিতা এবং গদ্যের সংমিশ্রণে বইটি জীবনের নানা অনুভূতির শিল্পীত উপস্থাপন।’
মিজবাহুল জান্নাত তারিন আরও বলেন, ‘একতরফা প্রেম, বিচ্ছেদ, সামাজিক দুঃখের আবেগময় উপস্থাপন বইটিকে পাঠকবান্ধব করে তুলবে বলে আশাবাদী আমি। সেইসঙ্গে লেখালিখির এই ক্ষুদ্র জার্নিতে সব সময় আমাকে সাপোর্ট দিয়ে ভাবনায় সমৃদ্ধ করার জন্য আমার আব্বু-আম্মুকেই পুরো ক্রেডিট দিতে চাই।’
এসইউ/জিকেএস