প্রকাশিত হলো মুক্তিযুদ্ধবিষয়ক বই ‘মুক্তিযুদ্ধে সোনাতলা’
বিজয়ের মাসে প্রকাশিত হলো মুক্তিযুদ্ধবিষয়ক বই ‘মুক্তিযুদ্ধে সোনাতলা’। বগুড়া জেলার বাঙালি-যমুনা বিধৌত সোনাতলা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও মুক্তিযুদ্ধের সময় স্থানীয়ভাবে ঘটে যাওয়া মুক্তিযুদ্ধ সংক্রান্ত ঘটনাপ্রবাহ নিয়ে বইটি সম্পাদনা করেছেন লেখক, সাংবাদিক ও প্রভাষক ইকবাল কবির লেমন।
বইটিতে লেখক তুলে ধরেছেন মুক্তিযুদ্ধের সূচনালগ্নে সোনাতলার বীর মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, গেরিলা যুদ্ধে অংশগ্রহণ, বধ্যভূমি, রাজাকার ও হানাদারদের পরাস্ত করার গৌরবগাঁথা, আত্মাহুতি দেওয়া শহীদ মুক্তিযোদ্ধাদের সাহসিকতা, হানাদারদের বর্বরতার ঐতিহাসিক ঘটনা।
আঞ্চলিক ইতিহাস গবেষক ইকবাল কবির লেমনের অন্যান্য বই হলো- ‘সোনাতলার ইতিহাস’, ‘নিরলে বিরল পারুল’, ‘অদ্ভুত ভূত’, ‘কোভিড ১৯: প্রেক্ষিত বাংলাদেশ’, ‘দুর্ভাবনার দিনগুলি’, ‘প্রেমের মরা’। তিনি নিয়মিতভাবে সম্পাদনা করছেন শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন ‘প্রয়াস’।
এরই মধ্যে তিনি পেয়েছেন দুর্জয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সম্মাননা, উপজেলা শিল্পকলা একাডেমি সম্মাননা, আলোকিত সোনাতলা গুণীজন সম্মাননা, আলোর প্রদীপ সম্মাননা, টিজিএসএস সম্মাননা ও প্রভাতের আলো তরুণ সংঘ সম্মাননা।
সৃজনশীল প্রকাশনী পাতা প্রকাশ থেকে প্রকাশিত ‘মুক্তিযুদ্ধে সোনাতলা’ প্রসঙ্গে লেখক-সম্পাদক ইকবাল কবির লেমন বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে বাংলাদেশ নামের প্রিয় মাতৃভূমি। মহান মুক্তিযুদ্ধ আমাদের অনুরণিত করে। সেই অনুরণন থেকেই প্রকাশিত হলো ‘মুক্তিযুদ্ধে সোনাতলা’।’
এসইউ/জিকেএস