অঞ্জন হাসান পবনের উপন্যাস
আসছে ম্রো আদিবাসীদের প্রতিচ্ছবি ‘লিটল মাস্টার’
অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে কথাসাহিত্যিক অঞ্জন হাসান পবনের উপন্যাস ‘লিটল মাস্টার’। বইটি প্রকাশ করছে প্রকাশনা প্রতিষ্ঠান কিংবদন্তী পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী আইয়ুব আল আমিন। রকমারিতে বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে।
প্রকাশক জানান, ম্রো আদিবাসীদের নিয়ে তথ্যনির্ভর একটি উপন্যাস লিটল মাস্টার। এটি মূলত বিরহ-প্রেমের গল্প। এ উপন্যাসে উঠে এসেছে ম্রো জনগোষ্ঠীর জীবনধারা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনৈতিক প্রেক্ষাপট, ধর্মীয় আচার, লোকশিল্প, লোকগল্পসহ বহু গুরুত্বপূর্ণ তথ্য।
দুই যমজ ভাই পাহাড় এবং ধূসরের মিরিঞ্জা ভ্রমণের অনেক চাঞ্চল্যকর ঘটনা প্রবাহের মধ্যে এগিয়ে যায় গল্প। সেখানে রুইপাও নামক এক সুন্দরী ম্রো যুবতীর প্রেমে পড়ে ধূসর। যা মেনে নিতে পারে না পাহাড়ের এক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনের স্থানীয় নেতা মেইনক্লাম ম্রো। সেই সূত্র ধরে পাহাড়ে চলতে থাকে একেরপর এক হত্যাকাণ্ড।
নানা নাটকীয়তার মধ্যদিয়ে গল্প এগোতে থাকে। রুইপাওকে কাছে পেতে তার সম্প্রদায় সম্পর্কে জানতে গিয়ে ধূসর উদঘাটন করে ম্রো আদিবাসীদের বিভিন্ন অমীমাংসিত রহস্যের। শেষ পর্যন্ত কোন দিকে যায় তাদের সম্পর্ক, কীভাবে শেষ হয় মহাপ্রলয়? এসব জানতে হলে পড়তে হবে বইটি।
কথাসাহিত্যিক অঞ্জন হাসান পবন বলেন, ‘এই উপন্যাস লেখার জন্য দুই বছর পাহাড়ে থেকেছি। লাখ লাখ মশা এবং পিঁপড়ার কামড় খেয়েছি। পাহাড়ের বুকে অজস্র বিনিদ্র রাত কাটিয়েছি। বহুবার জোঁক রক্তাক্ত করেছে। ঝিরিপথ থেকে পড়ে গিয়ে মেরুদণ্ড ফ্রাকচার হয়ে তিন মাস বিছানাবন্দি ছিলাম। এরকম হাজারো স্মৃতি বইটি ঘিরে। কিন্তু থেমে যাইনি। ম্রো আদিবাসীদের জীবনের দুঃখ-দুর্দশার প্রতিচ্ছবি ‘লিটল মাস্টার’।’
এসইউ/জিকেএস