ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

আসছে আরিফ জামানের ‘বেহেশতি তিরোধান’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ১৮ নভেম্বর ২০২৪

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে তরুণ কবি ও অনুবাদক আরিফ জামানের কবিতার বই ‘বেহেশতি তিরোধান’। বইটি প্রকাশ করছে ছিন্নপত্র প্রকাশন। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

প্রকাশক খালেদ রাহী বলেন, ‘বেহেশতি তিরোধান আরিফ জামানের লেখা দ্বিতীয় কবিতার বই। এ কবির কবিতা সহজ-সরল এবং যাপিত জীবন ঘেঁষা। তার কবিতার ভুবনে আপনাদের স্বাগতম।’

কবি আরিফ জামানের প্রথম কবিতার বই ‘মন খারাপের বারান্দা’ প্রকাশিত হয়েছিল ২০২০ সালের জানুয়ারি মাসে। বইটি প্রকাশ করেছিল প্রকাশনা প্রতিষ্ঠান মহাকাল। প্রচ্ছদ করেছিলেন মোস্তাফিজ কারিগর।

আরিফ জামানের জন্ম ও বেড়ে ওঠা যশোরে। তিনি যশোর এম এম কলেজ থেকে অর্থনীতিতে মাস্টার্স করেছেন। জোনাকমেলা সাপ্তাহিক সাহিত্য আসর থেকে তিনি কবিতার ওপর পুরস্কার লাভ করেন।

এসইউ/জিকেএস

আরও পড়ুন