ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

আসছে স্বপঞ্জয় চৌধুরীর ‘তৃষিত ঘুমের পেয়ালা’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:১৩ পিএম, ০৭ নভেম্বর ২০২৪

অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে আসছে কবি ও কথাসাহিত্যিক স্বপঞ্জয় চৌধুরীর ৭ম কাব্যগ্রন্থ ‘তৃষিত ঘুমের পেয়ালা’। বইটি প্রকাশ করছে বুনন প্রকাশনী। প্রচ্ছদ করেছেন মিজান স্বপন।

কবি ও কথাসাহিত্যিক স্বপঞ্জয় চৌধুরীর জন্ম মাদারীপুরের কালকিনি উপজেলার সাদীপুর গ্রামে। পেশাগত জীবনে তিনি সাউথ পয়েন্ট কলেজের সহকারী অধ্যাপক। এ ছাড়া বিশ্বসাহিত্য কেন্দ্রে কাজ করেছেন অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর পদে। একসময় খণ্ডকালীন সাংবাদিকতাও করেছেন।

তার প্রকাশিত বই ১০টির বেশি। এর মধ্যে কবিতার বই ৭টি, গল্পগ্রন্থ ২টি এবং ‘মায়ের মতো পরি’ নামে শিশুতোষ বই আছে। নিয়মিত লিখছেন দেশ-বিদেশের জাতীয় দৈনিক ও সাহিত্য সাময়িকীতে। সম্পাদনা করছেন শিল্পসাহিত্যের ওয়েবপত্রিকা ‘শব্দকুঞ্জ’।

তিনি কাব্যগ্রন্থ ‘দ্রোহ কিংবা পোড়ো নদীর স্রোত’র জন্য ‘দৈনিক বাঙ্গালীর কণ্ঠ সাহিত্য পুরস্কার’সহ একাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। সামাজিক অবক্ষয়, প্রেম এবং বিশ্বমানবতা তার কবিতার প্রতিপাদ্য।

এসইউ/জিকেএস

আরও পড়ুন