ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

আসছে গোলাম রববানীর ‘মেঘনার মেয়ে’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:২১ পিএম, ০৬ আগস্ট ২০২৪

শিগগির আসছে কবি গোলাম রববানীর কাব্যগ্রন্থ ‘মেঘনার মেয়ে’। বইটি অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

বইটি প্রকাশ করছে সিলেটের প্রকাশনা প্রতিষ্ঠান বুনন। প্রচ্ছদ এঁকেছেন জনপ্রিয় চিত্রশিল্পী নির্ঝর নৈঃশব্দ্য।

কবি গোলাম রববানী বইটি সম্পর্কে বলেন, ‘মেঘনার মেয়ে’ আমার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এতে মোট একশটি কবিতা আছে। যার পুরোটাই ভালোবাসার কাব্যকথা। একই শিরোনামে কবিতাগুলোর নামকরণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘বইটি আমার শ্রদ্ধাভাজন বাবা-মা এবং পুতুলকে উৎসর্গ করা হয়েছে। বইয়ের কবিতাগুলো বিভিন্ন সময়ে জাতীয় দৈনিক এবং অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছিল।’

কবি গোলাম রববানীর জন্ম ১৯৯১ সালের ২৫ জানুয়ারি যশোরের কেশবপুরে। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম শ্রেণিতে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

এসইউ/জিকেএস

আরও পড়ুন