ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বর্ধিত দিনে মেলায় এলো নতুন ২১৯ বই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:০৮ এএম, ০২ মার্চ ২০২৪

প্রথা অনুযায়ী ফেব্রুয়ারি মাসের শেষ দিন পর্দা নামে অমর একুশে বইমেলার। কিন্তু এবার প্রকাশকদের অনুরোধে প্রধানমন্ত্রীর বিশেষ অনুমোদনের পরিপ্রেক্ষিতে মেলার সময় দুদিন বাড়িয়ে ২ মার্চ পর্যন্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় বর্ধিত প্রথম দিনে শুক্রবার (১ মার্চ) মেলায় নতুন বই এসেছে ২১৯টি। বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

jagonews24

এদিন প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে পাঠক সমাবেশ এনেছে সরকার আমিনের প্রবন্ধ ‘কবিতার চিত্রকল্প’, নান্দিক এনেছে ধ্রুব এষের গল্পগ্রন্থ ‘পৃথিবীর সব কুকুর ও জোনাকি’ ও হায়াৎ মামুদের প্রবন্ধ ‘বাঙালি বলিয়া লজ্জা নাই’, গ্রন্থিক প্রকাশন এনেছে পুলিন বকশীর দর্শন বিষয়ক ‘রুমি এবং নারী’ ও তোফায়েল আহমেদের রাজনীতি বিষয়ক ‘সংস্কার সংলাপ: রাষ্ট্র নির্বাচন, শাসন-প্রশাসন ও সংবিধান’।

শুক্রবার ছিল বইমেলার ৩০তম দিন। এদিন মেলা শুরু হয় বেলা ১১টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত। তবে বর্ধিত দিন হওয়ায় শিশু প্রহর ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি।

jagonews24

শেষ দিন শনিবার যা হবে মেলায়
শনিবার পর্দা নামবে মাসব্যাপী চলা অমর একুশে বইমেলার। ওইদিন মেলা শুরু হবে বেলা ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। প্রতিবেদন উপস্থাপন করবেন ‘অমর একুশে বইমেলা ২০২৪’-এর সদস্য সচিব ডা. কে এম মুজাহিদুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

jagonews24

অনুষ্ঠানে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হবে।

আরএএস/এমকেআর