ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় নওশীন রোদেলার ‘মেঘের দেশ’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

অমর একুশে বইমেলা শেষ পর্যায়ে। এবারের মেলায় জনপ্রিয় ও পরিচিত লেখকদের বই পাঠকরা সাদরে গ্রহণ করেছেন। তবে নতুন লেখকদের বইও পাঠকরা খুঁজে বের করেছেন। তেমনই একজন লেখক নওশীন রোদেলা। এবারের মেলায় তার প্রথম বই এসেছে। ‘মেঘের দেশ’ নামে ছোটদের গল্পের বই এটি।

রোদেলা ৮ম শ্রেণিতে পড়ছে। পাশাপাশি চিত্রাঙ্কন করে। ১ম শ্রেণিতে পড়া অবস্থায় প্রথম গল্পটি লেখে। সেই লেখা জাতীয় দৈনিকে ছাপা হয়। তারপর নিয়মিত গল্প লেখা শুরু করে। প্রথম বইটি প্রকাশ করেছে পঙ্খীরাজ। চারু পিন্টুর প্রচ্ছদ ও অলংকরণে বইটি শিশু-কিশোরদের নজর কেড়েছে।

আরও পড়ুন
পাওয়া যাচ্ছে সালাহ উদ্দিন মাহমুদের শিশুতোষ বই
শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফের নতুন ৩ বই

নওশীন রোদেলা বলে, ‘আমি যে দৃশ্যগুলো কল্পনা করি আবার বাস্তব জীবনে দেখি, তার সংমিশ্রণে গল্প লিখি। যেহেতু আমি একজন পাঠক, তাই পাঠকের চাহিদা বুঝি এবং সে অনুযায়ী গল্প লিখি।’

প্রকাশক বলেন, ‘আজকের খুদে লেখকই আগামীর বড় লেখক। রোদেলার গল্প আমাকে মুগ্ধ করেছে। শিশু-কিশোরদের বই নিয়ে কাজ করি। ‘মেঘের দেশ’ বইয়ে শিশু-কিশোরদের পছন্দের গল্পগুলো আছে। ওরা বইটি আনন্দের সঙ্গে গ্রহণ করেছে।’

এমআই/এসইউ/এমএস

আরও পড়ুন